সোয়েটার পরাতে গিয়ে কুকুরের আক্রমণের মুখে পরিবার
হিউস্টন: সোয়েটার পরাতে গিয়ে কুকুরের আক্রমণে গুরুতর জখম হলেন এক মহিলা। বাঁচাতে গিয়ে আহত হলেন মহিলার স্বামী ও ছেলে। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের।
খবরে প্রকাশ, ফ্লোরিডার ট্যাম্পা নিবাসী ৫২ বছরের মহিলা ব্রেন্ডা গেরেরো বাড়ির বাগানে স্কারফেস নামে একটি পিটবুল কুকুরকে ক্রিসমাসের সোয়েটার পরাতে গেলে, সারমেয়টি তাঁকে আক্রমণ করে।
মহিলার চিৎকার শুনে বেরিয়ে এসে স্ত্রীকে বাঁচাতে গেলে, কুকুরটি স্বামীকেও আক্রমণ করে। এরপর, বাবা-মাকে ছাড়াতে গিয়ে কুকুরের মাথায় ও ঘাড়ে ছুরির কোপ মারে দম্পতির ২২ বছরের ছেলে অ্যান্টনি।
হামলার আগে তোলা ছবিএবার দুজনকে ছেড়ে অ্যান্টনির ওপর হামলে পড়ে আহত কুকুরটি। এখানেই থেমে না থেকে তিনজনকে তাড়া করতে করতে কুকুরটি তাঁদের বাড়ির মধ্যে ঢুকে পড়ে। সেখানে ছিল আরও ২ সন্তান।
খবর পেয়ে, পশু নিয়ন্ত্রণ বিভাগকে খবর পাঠায় স্থানীয় পুলিশ। সকলে মিলে কুকুরটিকে ঘুম পাড়ানি ওষুধ দিয়ে বাগে আনে। আধিকারিকরা জানান, কুকুরটি মারাত্মক আগ্রাসী ছিল।
আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। জানা গিয়েছে, তিনজনের চোটই গুরুতর, তবে প্রাণহানির আশঙ্কা নেই।