Earthquake in Afghanistan: ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান- আফগানিস্তান, মৃত্যু ছাড়াল ২৫০
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান- আফগানিস্তান। বিস্তারিত জানুন
![Earthquake in Afghanistan: ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান- আফগানিস্তান, মৃত্যু ছাড়াল ২৫০ Earthquake Updates 6.1 Magnitude Manny People Kills in Afghanistan Pakistan Earthquake Earthquake in Afghanistan: ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান- আফগানিস্তান, মৃত্যু ছাড়াল ২৫০](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/01/b592396bf5ac7d0b45e576d2c84beaf9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি: ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল পাকিস্তান- আফগানিস্তান ( Afghanistan Pakistan)। রিখটার স্কেলে মাত্রা ৬.১। ভূমিকম্পের জেরে ইতিমধ্যেই পাকিস্তান- আফগানিস্তানে মৃত্যু (Death) হয়েছে অনেকের। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তান- আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ২৫৫ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ ভূমিকম্পটির উৎস ভূৃপৃষ্ঠ থেকে ৫১ কিমি গভীরে ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, বুধবার ভোরেই ভয়াবহ ভূমিকম্প হয় পাকিস্তান- আফগানিস্তানে। ভূমিকম্পের জেরে প্রায় ৫০০ কিমি বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে।
এখনও পর্যন্ত পাওয়া খবরে বুধবার ভোরেই আচমকাই ৬.১ মাত্রা কেঁপে ওঠে পাকিস্তান- আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা। পাকিস্তান- আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ২৫৫ জনের মৃত্যু হয়েছে বলেই জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। তবে মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিমি দূরে ভূমিকম্পটি হয়েছে বলে জানা গিয়েছে। ভয়াবহ ভূমিকম্পটির উৎস ভূৃপৃষ্ঠ থেকে ৫১ কিমি গভীরে ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, বুধবার ভোরেই ভয়াবহ ভূমিকম্প হয় পাকিস্তান- আফগানিস্তানে। ভূমিকম্পের জেরে প্রায় ৫০০ কিমি বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। কোনও কিছু বোঝার আগেই ভেঙে পড়ে বসত বাড়ি। পাকিস্তান- আফগানিস্তান দুই দেশেই ভূমিকম্প হলেও, যেহেতু আফগানিস্তান ভূমিকম্পের উৎসস্থল হওয়ায় , ওই স্থানেই তীব্রতা বেশি ছিল।পাকিস্তানের ইসলামাবাদের লাহোর, মুলতান-সহ একাধিক জায়গায় ভূমিকম্প হয়েছে বলে জানা গিয়েছে।
খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিমি দূরে ভূমিকম্পের উৎসস্থস হলেও আশেপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে পাকিস্তান-আফগানিস্তানের বিভিন্ন অংশেও ভূমিকম্প অনুভূত হয়েছে। জানা গিয়েছে, ভূমিকম্প থেকে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকতিকা জেলা। তালিবানের বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান মহম্মদ নাসিম হাক্কানি জানিয়েছেন, পাকতিকা জেলাতেই সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে যে, পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতের প্রায় ১১৯ মিলিয়ন প্রায় ৫০০ কিমি জুড়ে এই কম্পন অনুভব করেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)