এক্সপ্লোর
Advertisement
ধূমপায়ীদের ফুসফুসের সমস্যা দূর করতে পারে টমেটো, আপেল, বলছে মার্কিন গবেষণা
ওয়াশিংটন: ধূমপানের ফলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হলে বেশি করে আপেল ও টমেটো খেলে সমস্যা মিটতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক গবেষণায় এমনই তথ্য জানা গিয়েছে। জনস হপকিনস ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথের গবেষকরা জানিয়েছেন, দীর্ঘদিন আগে ধূমপান ছেড়ে দিয়েছেন এম ব্যক্তিদের ক্ষেত্রে দেখা গিয়েছে, ১০ বছরেরও বেশি সময় ধরে তাঁরা প্রচুর পরিমাণে টমেটো ও আপেল সহ বিভিন্ন ধরনের ফল খাওয়ার ফলে স্বাভাবিকভাবে ফুসফুসের যে ক্ষতি হওয়ার কথা, সেটা হয়নি।
গবেষকরা আরও জানিয়েছেন, প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যদি প্রতিদিন গড়ে একজোড়া টমেটো এবং তিনটি করে তাজা ফল খান, তাহলে তাঁদের ফুসফুস অন্যদের তুলনায় কম ক্ষতিগ্রস্ত হয়। তাজা টমেটো ও ফলের বদলে যদি প্রক্রিয়াজাত টমেটো ও ফল খাওয়া হয়, তাহলে কিন্তু কোনও উপকার হয় না।
জনস হপকিনসের সহকারী অধ্যাপক ভ্যানেসা গার্সিয়া-লারসেন বলেছেন, ‘এই গবেষণায় দেখা গিয়েছে, যে ব্যক্তিরা ধূমপান ছেড়ে দিয়েছেন, তাঁরা যদি ঠিকমতো ফল খান, তাহলে বয়স বাড়লেও ফুসফুসের কর্মক্ষমতা কমে যাবে না। উল্টে ফুসফুসের সমস্যা মিটে যেতে পারে। যে ব্যক্তিদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তাঁদের অবশ্যই প্রচুর পরিমাণে ফল ও টমেটো খাওয়া উচিত।’
গবেষকরা ২০০২ সালে প্রথমবার ৬৫০ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির খাদ্যাভ্যাস ও ফুসফুসের অবস্থা খতিয়ে দেখেন। ১০ বছর পরে ফের তাঁদের উপরেই পরীক্ষা চালানো হয়। সেই গবেষণাতেই ধূমপান ছেড়ে দেওয়া ব্যক্তিদের ফুসফুস ভাল রাখার উপায় জানা গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement