এক্সপ্লোর
Advertisement
গাড়ির মধ্যে পার্সেল বোমা বিস্ফোরণ, আহত গ্রিসের প্রাক্তন প্রধানমন্ত্রী
এথেন্স: নিজের গাড়িতে চড়ে যাওয়ার সময় একটি খামে থাকা বোমা বিস্ফোরণে আহত হলেন গ্রিসের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা সেন্ট্রাল ব্যাঙ্কের প্রাক্তন প্রধান লুকাস পাপাডেমোস। তাঁর গাড়ির চালকও আহত হয়েছেন। দু জনেই হাসপাতালে ভর্তি। লুকাসের চোখে আঘাত লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়ির মধ্যে বিস্ফোরক ভর্তি ওই খাম ছিল। সেটা কীভাবে গাড়ির মধ্যে এল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
২০১১ সালের নভেম্বরে গ্রিসের অস্থায়ী প্রধানমন্ত্রী নিযুক্ত হন লুকাস। ২০১২ সালের মে মাস পর্যন্ত এই পদে ছিলেন তিনি। গ্রিসকে ইউরোজোনের সদস্য রাখার বিষয়ে সাহায্য করেন লুকাস। তবে তাঁর কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। ন্যুনতম বেতন ২০ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন লুকাস। এছাড়া দেশের যাবতীয় বন্ডে ৭৫ শতাংশ ছাড় ঘোষণা করেন তিনি। এই দুটি সিদ্ধান্ত নিয়ে গ্রিসে এখনও বিতর্ক চলছে। তবে লুকাসের উপর কেন হামলা চালানো হল, সেটা এখনও স্পষ্ট নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বাংলাদেশ
জেলার
Advertisement