ভারতীয় পতাকা নিয়ে বিতর্কিত পোস্ট, ক্ষমা চাইলেন মলদ্বীপের সাসপেন্ড হওয়া মন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাক্ষাদ্বীপ ভ্রমণের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পরেই মারিয়াম সিউনা বিতর্কিত মন্তব্য করেছিলেন। যার জেরে মন্ত্রিসভা থেকে বরখাস্তও করা হয় তাঁকে।
মালে: অবশেষে সোমবার ক্ষমা চাইলেন মলদ্বীপের (Maldives) বরখাস্ত হওয়া মন্ত্রী মারিয়ম সিউনা (Mariyam Shiuna)। গত ৬ এপ্রিল নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেছিলেন তিনি। তাতে দেশের বিরোধী দল মলদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (MDP) অশোক চক্র (Ashok Chakra) দেওয়া একটি পোস্টের বিপক্ষে বিতর্কিত মন্তব্য করেছিলেন। যা চোখে পড়তেই সোশ্যাল মিডিয়াতে প্রবল প্রতিবাদ জানাতে থাকেন ভারতীয়রা। লাক্ষাদ্বীপ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান করে বরখাস্ত হওয়ার চেয়েও খারাপ কাজ করেছেন বলে মন্তব্য করেন অনেক টুইটারাট্টি। কেউ কেউ আবার মলদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জুর কাছে লাক্ষাদ্বীপ কাণ্ডে ওই বরখাস্ত হওয়ার মন্ত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে দেখে সোমবার নিজের এক্স হ্যান্ডেলে পুরো বিষয়টির জন্য ক্ষমা চাইলেন (apologise) মলদ্বীপের ওই বরখাস্ত হওয়া মন্ত্রী মারিয়ম সিউনা।
নিজের পোস্ট এই বিষয়ে তিনি লেখেন, "সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আমি একটা পোস্ট করেছি। যা সবার নজরে আসার পরে সমালোচনার ঝড় উঠেছে। আমার ওই সাম্প্রতিককালে করা ওই পোস্টের জন্য যদি কারও মনে আঘাত লেগে থাকে বা কোনও বিভ্রান্তি হয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।"
I would like to address a recent social media post of mine that has garnered attention and criticism .I extend my sincerest apologies for any confusion or offense caused by the content of my recent post.
— Mariyam Shiuna (@shiuna_m) April 8, 2024
It was brought to my attention that the image used in my response to the…
মারিয়ম আরও লিখেছেন, "আমার নজরে এসেছিল যে মলদ্বীপের বিরোধী দল ভারতীয় পতাকার মতো এক পতাকার ছবি ব্যবহার করেছে। আমি এটা পরিষ্কার করে বলতে চাইছে আমার তরফে ভুলটা অনিচ্ছাকৃত ছিল। যদি এর ফলে কোনও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকে তাহলে আমি আন্তরিক ভাবে ক্ষমা চাইছি। ভবিষ্যতে কোনওদিন আর এই ধরনের পোস্ট করব না।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।