এক্সপ্লোর
Advertisement
কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু, আলোচনার মাধ্যমেই বিরোধ মেটাতে হবে, বলল ফ্রান্স, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলে যাওয়ার কথা ভাবছে পাকিস্তান
ফরাসি বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, বিদেশমন্ত্রী ফ্রান্সের বরাবরের অবস্থানেরই পুনরাবৃত্তি করেছেন যে, দ্বিপাক্ষিক রাজনৈতিক আলোচনার কাঠামোর মধ্যেই দুটি দেশকে বিরোধের মীমাংসা ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে। দুদেশকেই সংযমী হতে, উত্তেজনা প্রশমন করতে, পরিস্থিতি সহজ করে তোলার ডাক দিচ্ছে ভারত। উত্তেজনা বাড়াবে, এমন কোনও পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা প্রয়োজন।
প্যারিস: কাশ্মীর নিয়ে ফ্রান্সের কাছে দরবার করেও সুবিধা করতে পারল না পাকিস্তান। ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর সেখানকার পরিস্থিতি নিয়ে পাকিস্তানি বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি আলোচনার জন্য ফোন করেন ফরাসি বিদেশমন্ত্রীকে। তিনি কুরেশিকে জানিয়ে দেন, কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে একটি দ্বিপাক্ষিক ইস্যু। দুদেশকে এ নিয়ে রাজনৈতিক আলোচনার মাধ্যমেই বিরোধ মেটাতে ও উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে, এমন কোনও পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ফ্রান্স।
কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক বৈঠকে ফ্রান্স পাকিস্তানের পাশে দাঁড়ায়নি, মিডিয়ায় বেরনো এহেন রিপোর্টের প্রেক্ষিতেই কুরেশি যোগাযোগ করেন ফরাসি বিদেশমন্ত্রীর সঙ্গে।
ফরাসি বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, বিদেশমন্ত্রী ফ্রান্সের বরাবরের অবস্থানেরই পুনরাবৃত্তি করেছেন যে, দ্বিপাক্ষিক রাজনৈতিক আলোচনার কাঠামোর মধ্যেই দুটি দেশকে বিরোধের মীমাংসা ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে। দুদেশকেই সংযমী হতে, উত্তেজনা প্রশমন করতে, পরিস্থিতি সহজ করে তোলার ডাক দিচ্ছে ভারত। উত্তেজনা বাড়াবে, এমন কোনও পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা প্রয়োজন।
ভারত, পাকিস্তানের মধ্যে টেনশন মাথাচাড়া দিয়েছে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ করে গোটা রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাঙার সিদ্ধান্তে। ভারত অবশ্য এই সিদ্ধান্ত একেবারেই তার অভ্যন্তরীণ বিষয় বলে আন্তর্জাতিক মহলকে স্পষ্ট জানিয়ে দিয়ে পাকিস্তানকেও বাস্তব মেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।
ইসলামাবাদে পাক বিদেশমন্ত্রকের বক্তব্য অনুসারে, কুরেশি আশা করেছিলেন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হিসাবে ফ্রান্স উপমহাদেশে শান্তি, স্থিতিশীলতা সুনিশ্চিত করতে তার ভূমিকা পালন করবে। বিদেশমন্ত্রক বলেছে, দুই নেতাই নিজেদের মধ্যে যোগাযোগ রেখে যাবেন, শান্তি, নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে একযোগে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছেন।
এদিকে ইসলামাবাদে পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সল কাশ্মীর ও গিলগিট-বালটিস্তান বিষয় সংক্রান্ত সেনেট কমিটিকে জানিয়েছেন, পাকিস্তান রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলে কাশ্মীর প্রসঙ্গ তোলার ভাবনাচিন্তা করছে। মানবাধিকার কাউন্সিলের মঞ্চকে ব্যবহার সহ বিভিন্ন রাস্তার ব্যাপারে আলাপ-আলোচনা চলছে। ইসলামিক দেশগুলির জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনস-এর বিদেশমন্ত্রীদের বৈঠকেও কাশ্মীর ইস্যু উত্থাপনের রাস্তাও পাকিস্তানের সামনে খোলা রয়েছে বলেও জানান তিনি। ভারতের বিরুদ্ধে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) যুদ্ধবিরতি লঙঘনের অভিযোগ প্রসঙ্গে ফয়সল জানান, সেখানকার পরিস্থিতি বিপজ্জনক, দুতরফেই প্রাণহানি ঘটছে। এর মধ্যেই পাক বিদেশমন্ত্রী কুরেশি আজ কাশ্মীর নিয়ে নরওয়ের বিদেশমন্ত্রীর সঙ্গেও টেলিফোনে কথা বলেন। তাঁকে তিনি অনুরোধ করেন, নরওয়ে তার ভূমিকা পালন করে জম্মু ও কাশ্মীরে বিধিনিষেধ শিথিল করতে ভারতকে বোঝাক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement