এক্সপ্লোর
আমেরিকার কাছে কান্নাকাটি না করে সঈদের বিরুদ্ধে প্রমাণ দিক, ভারতকে কটাক্ষ জামাইয়ের
![আমেরিকার কাছে কান্নাকাটি না করে সঈদের বিরুদ্ধে প্রমাণ দিক, ভারতকে কটাক্ষ জামাইয়ের Give evidence against Hafiz Saeed instead of crying on US shoulders: Khalid Waleed to India আমেরিকার কাছে কান্নাকাটি না করে সঈদের বিরুদ্ধে প্রমাণ দিক, ভারতকে কটাক্ষ জামাইয়ের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/02/02111104/hafiz-saeed-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: মুম্বই হানা মামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদের মুক্তিতে ভারতের নিন্দা, অসন্তোষের পাল্টা আক্রমণ লস্কর-ই-তৈবা তথা জামাত-উদ-দাওয়া পান্ডার মেয়ে জামাই খালিদ ওয়ালিদের। সে বলেছে, সঈদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ থাকলে দিক ভারত। লাহোর থেকে ফোনে একটি ভারতীয় সংবাদপত্রকে সে বলেছে, ভারত সবসময় আন্তর্জাতিক মহলের সামনে কাঁদুনি গায়। মুম্বই হামলার ক্লিপিংস না দেখিয়ে বরং কেন প্রমাণ পেশ করছে না ওরা? ভারতের পীড়াপীড়িতেই সঈদের ফের গ্রেফতারির দাবি করেছে আমেরিকা।
জামাত প্রধানের বিশেষ তকমা পাওয়া সন্ত্রাসবাদী তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার জন্য রাষ্ট্রপুঞ্জের কাছে আবেদন জানানোর খবরের সত্যতা স্বীকার করেছে ওয়ালিদও। কয়েক বছর আগে সঈদ একই আবেদন করেছিল, তবে তা খারিজ হয়ে গিয়েছিল।
গত ২২ নভেম্বর লাহোর হাইকোর্ট সঈদকে গৃহবন্দি দশা থেকে মুক্তি দিতে বলে। পাকিস্তানে দীর্ঘদিন প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছে সে। গত জানুয়ারিতে তাকে গ্রেফতার করে গৃহবন্দি করে পাক প্রশাসন। ভারত, আমেরিকা এতে গভীর উদ্বেগ জানিয়ে দাবি করে, মুম্বই জঙ্গি হামলার অন্যতম মূল চক্রীকে ফের গ্রেফতার করে বিচার করতে হবে। গত শুক্রবার হোয়াইট হাউস ইসলামাবাদকে স্পষ্ট জানিয়ে দেয়, তারা সঈদের বিরুদ্ধে মুম্বই হামলার জন্য ব্যবস্থা না নিলে তার রেশ পাক-মার্কিন সম্পর্কের ওপর পড়বে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)