এক্সপ্লোর
Advertisement
ভারত-আমেরিকা একযোগে উন্নয়নের লক্ষ্যে কাজ করবে, বলছেন ইভাঙ্কা
ওয়াশিংটন: ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক সুযোগ ও সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করবে বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা। কয়েকদিন পরেই তিনি হায়দরাবাদে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে যোগ দিতে আসছেন। তার আগে ইভাঙ্কা বলেছেন, ‘আমি ভারত সফরের দিকে তাকিয়ে আছি। ফের প্রধানমন্ত্রী মোদী ও বিদেশমন্ত্রীর (সুষমা) স্বরাজের সঙ্গে দেখা হবে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক সুযোগ বৃদ্ধি ও সমষ্ঠিগত উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবে।’
আগামী মঙ্গলবার থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে তিনদিনের গ্লোবাল এনট্রেপ্রেনেয়ারশিপ সামিট (জিইএস)। ১৭০টি দেশের প্রায় দেড় হাজার প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেবেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে থাকবেন প্রায় ৩৫০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভুতও থাকবেন। আফগানিস্তান, সৌদি আরব, ইজরায়েল সহ ১০টি দেশের প্রতিনিধিদলে থাকবেন শুধু মহিলারা। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে এই বাণিজ্য সম্মেলনের আয়োজন করছে।
ইভাঙ্কা এই সম্মেলনের বিষয়ে আশাবাদী। তিনি বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি হায়দরাবাদের আশেপাশে ঘুরে বেড়াতে পারেন বলেও জানা গিয়েছে। চারমিনারেও যেতে পারেন তিনি। সে কথা মাথায় রেখে হায়দরাবাদকে সাজিয়ে তোলা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement