এক্সপ্লোর
Advertisement
কেমন আছেন টিম অ্যাপল? দিল্লির ছাত্র পলাশ তানেজার প্রশ্নে হাসিতে ফেটে পড়ল গোটা হল
১৮ বছরের পলাশ অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
স্যান জোস: অ্যাপল সিইও টিম কুককে ‘টিম অ্যাপল’ সম্বোধন করে হাস্যরসের সঞ্চার করলেন দিল্লির ছাত্র পলাশ তানেজা। সারা বিশ্বের ১৩ জন পড়ুয়ার সঙ্গে দেখা করেন অ্যাপল সিইও। ভারত থেকে শুধু পলাশই এই সুযোগ পান। তিনি শুরুতেই প্রশ্ন করেন, ‘কেমন আছেন টিম অ্যাপল?’ অ্যাপল সিইও জবাব দেওয়ার আগে হাসিতে ফেটে পড়ে গোটা হল। এরপর কুক বলেন, ‘আমি ভাল আছি। তুমি কী বলতে চাইছো বুঝতে পারছি।’
গত মার্চে এক অনুষ্ঠানে ভুল করে অ্যাপল সিইও-কে ‘টিম অ্যাপল’ বলে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ট্যুইটারে নিজের নাম বদলে ‘টিম অ্যাপল’ করে দেন কুক। সেই কারণেই তাঁকে ‘টিম অ্যাপল’ সম্বোধন করেন পলাশ।
১৮ বছরের পলাশ অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি জানিয়েছেন, ‘আমি অ্যাপল সিইও-কে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ও যন্ত্রের মাধ্যমে শিক্ষা দেওয়ার প্রকল্পের কাজ দেখিয়েছি। আমার তৈরি গাণিতিক পরিভাষা একই সময়ে ৫০টি ভাষা অনুবাদ করতে পারে।’
পলাশ আরও জানিয়েছেন, আমি অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকেই কোডিংয়ের প্রতি আকৃষ্ট হই। দশম শ্রেণিতে পড়ার সময় ডেঙ্গু আক্রান্ত হই। তখন হাসপাতালে শয্যা পাচ্ছিলাম না। সেই সমস্যা যাতে আর কারও না হয়, সেটা নিশ্চিত করার জন্য একটি অ্যাপ তৈরি করি। সেই অ্যাপের মাধ্যমে ডেঙ্গুর পূর্বাভাসও দেওয়া যায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement