এক্সপ্লোর
Advertisement
দীর্ঘ হচ্ছে আইএসের ছায়া, ফ্রান্সে জঙ্গি হানার বলি সস্ত্রীক পুলিশ অফিসার
প্যারিস: রবিবার অরল্যান্ডোয় নাইট ক্লাব। আর সোমবার প্যারিস। এভাবেই গোটা বিশ্বকে এক সন্ত্রাসবাদের সূত্রে বেঁধে ফেলছে মুসলিম জঙ্গিরা। লে মুরো শহরের পুলিশের ডেপুটি চিফ ও তাঁর স্ত্রীকে সোমবার রাতে কুপিয়ে মেরেছে এক সন্দেহভাজন জঙ্গি। ওই অফিসারের স্ত্রীও পুলিশের উচ্চপদে ছিলেন। পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের বাড়িতে ঢোকার চেষ্টা করলে গুলির লড়াইয়ে ওই জঙ্গির মৃত্যু হয়। গোটা ঘটনার দায়স্বীকার করেছে আইএসআইএস। দম্পতির তিন বছরের ছেলে অক্ষত থাকলেও তার মানসিক অবস্থা চিকিৎসকরা খতিয়ে দেখছেন।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত নটা নাগাদ ম্যাগনানভিল এলাকায় ওই দম্পতির বাড়ি হামলা চালায় অজ্ঞাতপরিচয় ওই জঙ্গি। ডেপুটি চিফকে কুপিয়ে খুন করে সে, তাঁর স্ত্রী ও সন্তানকে বাড়ির ভেতর পণবন্দি করে। পুলিশ তাকে গুলি করে মেরে দরজা ভেঙে উদ্ধার করে মহিলার রক্তাক্ত দেহ। তবে তাঁদের নাম গোপন রেখেছে পুলিশ। তদন্তের স্বার্থে স্থানীয় বাসিন্দাদের আপাতত সরে যেতে বলা হয়েছে। তাঁরা জানিয়েছেন, হামলার সময় ওই জঙ্গি আল্লা হু আকবর বলে চিৎকার করছিল। আইএস তাদের সংবাদমাধ্যমে নিহত জঙ্গিকে ইসলামের সৈনিক বলে দাবি করেছে।
নভেম্বরে প্যারিসে পরপর জঙ্গি হামলায় ১৩০জনের মৃত্যু হয়। তারপর ইউরো চলাকালীনই এই ঘটনা বুঝিয়ে দিল, জেহাদি থাবার আওতায় চলে এসেছে গোটা ফ্রান্সই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement