এক্সপ্লোর
Advertisement
ঢাকার অভিজাত রেস্তোরাঁয় হামলা: পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে হত জঙ্গি কমান্ডার
ঢাকা: ঢাকার অভিজাত কাফেতে গত বছরের জঙ্গি হামলায় যে সন্ত্রাসবাদী গোষ্ঠীকে দায়ী করা হয়, তাদের এক কমান্ডার বোগরায় গুলিতে নিহত। বোগরার পুলিশ প্রধান আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, একটি সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ স্থানীয় একটি বাড়িতে হানা দেয়। 'গুলির লড়াইয়ে' নিহত হয় আবু মুসা ওরফে আবু জার নামে ওই কমান্ডার। তিনি বলেন, বাকি জঙ্গিরা জখম অবস্থায় ওকে ফেলে ডেরা থেকে চম্পট দেয়। আমরা ওকে কাছের হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। ভয়াবহ ঢাকা কাফে হামলার মাথাদের অন্যতম নয়া-জেএমবি নেতা জাহাঙ্গির আলমের ঘনিষ্ঠ সহযোগী ছিল ৩২ বছর বয়সি আবু জার। সে ছিল দলের উত্তরপশ্চিমের কমান্ডার, জানান পুলিশকর্তাটি।
এক মুসলিম, এক খ্রিস্টান ব্যবসায়ী খুনেও জার জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ, যদিও দুটি হত্যাকাণ্ডই তারা ঘটিয়েছে বলে আগে দাবি করেছে আইসিস।
প্রসঙ্গত, গত বছরের ১ জুলাই ঢাকার দূতাবাস পাড়ার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় এক ভারতীয় নাগরিক সমেত ২২ জন নিহত হন। হত্যাকাণ্ডের দায় নেয় আইসিস। পুলিশের অবশ্য ধারণা, আইসিস গোষ্ঠীর ঘনিষ্ঠ নয়া-জেএমবি ওই হামলা চালিয়েছে।
ওই নজিরবিহীন সন্ত্রাসের পর লাগাতার জঙ্গি দমন অভিযান চালাচ্ছে বাংলাদেশের নিরাপত্তাবাহিনী। এপর্যন্ত ৫০ জঙ্গি প্রাণ হারিয়েছে তাদের অভিযানে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement