এক্সপ্লোর
গর্ভাবস্থায় মোবাইল ফোনের ব্যবহার শিশুর ওপর প্রভাব নাও ফেলতে পারে, বলছে গবেষণা
![গর্ভাবস্থায় মোবাইল ফোনের ব্যবহার শিশুর ওপর প্রভাব নাও ফেলতে পারে, বলছে গবেষণা Mobile Phone Use During Pregnancy May Not Affect Kids Brains গর্ভাবস্থায় মোবাইল ফোনের ব্যবহার শিশুর ওপর প্রভাব নাও ফেলতে পারে, বলছে গবেষণা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/09/05140716/pregnant-lady-mobile-phone.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন: গর্ভাবস্থায় মোবাইল ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করলেই আপনার গর্ভস্থ শিশুর মস্তিষ্কে ক্ষতিকর প্রভাব পড়বে বলে যে ধারণা, তা সম্ভবত ঠিক নয়। ব্রিটেনের নরওয়েজিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক হেলথের গবেষকরা এ কথা জানিয়েছেন।
তাঁদের গবেষণা বলছে, যে সব মহিলারা গর্ভাবস্থায় মোবাইল ব্যবহার করেছেন, তাঁদের সন্তানদের কথা বলার সমস্যা মোবাইল ফোন আদৌ না ব্যবহার করা মায়েদের সন্তানদের থেকে ২৭ শতাংশ কম। ব্যাকরণ সংক্রান্ত সমস্যা কম ১৪ শতাংশ ও ৩ বছর বয়সের মধ্যে কথা না ফোটার সমস্যা কম ৩১ শতাংশ।
এছাড়া মোবাইল ব্যবহারকারীদের সন্তানদের লো মোটর স্কিল বা হাত পা নাড়ার ক্ষেত্রে সমস্যা ১৮ শতাংশ কম অন্য মায়েদের সন্তানদের থেকে।
গবেষকরা জানাচ্ছেন, আগে জীবজন্তুদের ওপর প্রয়োগের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছনো হয়েছিল যে মোবাইল ফোনের রেডিও ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে গর্ভস্থ ভ্রূণের বিকাশে কম হয়। কিন্তু তাঁদের গবেষণা বলছে, শিশুর ভাষা, যোগাযোগ প্রক্রিয়া ও মোটর স্কিলের ওপর গর্ভাবস্থায় মায়ের মোবাইল ব্যবহার কোনও কুপ্রভাব ফেলে না। এর ফলে ভ্রূণের নিউরোডেভেলপমেন্ট প্রভাবিত হওয়ার কোনও সম্ভাবনা নেই।
তবে মোবাইল ফোনের ব্যবহারের সঙ্গে শিশুর শারীরিক কোনও উপকার হচ্ছে কিনা তা নিয়ে এখনও গবেষণা প্রয়োজন বলে তাঁরা মন্তব্য করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)