এক্সপ্লোর
Advertisement
মোদীর মার্কিন সফর খুবই সমৃদ্ধ, ফলদায়ক, বললেন বর্মা
ওয়াশিংটন: নরেন্দ্র মোদীর তিন দিনের আমেরিকা সফর ‘খুব, খুবই সমৃদ্ধ, ফলদায়ক’ হয়েছে। বললেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড রাহুল বর্মা। প্রধানমন্ত্রীর সদ্য শেষ হওয়া সফরে আলোচনার মাধ্যমে অসামরিক পরমাণু শক্তি থেকে শুরু করে প্রতিরক্ষা, বাণিজ্যের মতো একাধিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির পরিপ্রেক্ষিতে এমন মত জানিয়েছেন এই শীর্ষ মার্কিন কূটনীতিক।
মোদী এই সফরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে যেমন কথা বলেছেন, তেমনই মার্কিন কংগ্রেসের যুগ্ম অধিবেশনেও ভাষণ দিয়ে মন জয় করেছেন সে দেশের।
বর্মার কথায়, আমার মনে হয়, সম্পর্কের গভীরতা বেড়েছে, তার আরও বিস্তার ঘটেছে। এটাই প্রাপ্তি। আমাদের বন্ধুত্বের সাচ্চা প্রমাণ এটা।
ঘটনাচক্রে মঙ্গলবার হোয়াইট হাউসে ওবামার সঙ্গে আলোচনা সহ মার্কিন কর্তাদের সঙ্গে মোদীর অধিকাংশ বৈঠকেই হাজির ছিলেন তিনি।
মোদীর গতকালের কংগ্রেসের যুগ্ম অধিবেশনের ভাষণের প্রতি ইঙ্গিত করে বর্মার মন্তব্য, নতুন সিম্ফনি বেজে ওঠার জন্য তৈরি, বলেছেন প্রধানমন্ত্রী। মোদী আমেরিকায় পা রাখার আগে, সফরের মধ্যে স্বাক্ষরিত একাধিক চুক্তি প্রসঙ্গে বর্মা বলেছেন, অসামরিক পরমাণু, প্রতিরক্ষা, জলবায়ু, শক্তি, নতুন কনস্যুলেট, সাইবার, বাণিজ্য, দু দেশের জনগণের মধ্যে যোগযোগ---সামগ্রিকভাবে আমরা দারুণ করেছি। মোদী,ওবামা মঙ্গলবার হোয়াইট হাউসে বেশ কয়েক ঘণ্টা একসঙ্গে ছিলেন বলে জানিয়ে বর্মা বলেন, দারুণ উজ্জীবিত মেজাজে ছিলেন দুজনে। আঞ্চলিক, অর্থনৈতিক নানা ইস্যুতে দারুণ কথা হয় তাঁদের। আমার মনে হয়, গঠনমূলক মনোভাবই ছিল।
প্রতিরক্ষা ভারত ও আমেরিকা সম্পর্কের একটা বড় ব্যাপার বলে মন্তব্য করে তিনি বলেন, এখন কিন্তু আমরা শুধু প্রতিরক্ষাতেই সীমাবদ্ধ নেই, আরও অনেক দূর এগিয়েছি। কত না ক্ষেত্র। যেমন স্বচ্ছ জ্বালানি, শিক্ষা, ভ্রমণ, কনস্যুলেট সংখ্যা বাড়ানো, গ্লোবাল এন্ট্রি প্রোগ্র্যামে ভারতের প্রবেশ। সব কিছু জুড়েই সম্পর্ক জোরদার করতে চাইছি। আমার মনে হয়, নিজের জোরেই দাঁড়িয়ে রয়েছে ভারত-মার্কিন সম্পর্ক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement