এক্সপ্লোর
Advertisement
এবার মুসলিম মেয়েদের জন্য বই- কীভাবে করবেন ‘হালাল সেক্স’
নয়াদিল্লি: নাম দ্য মুসলিমাহ সেক্স ম্যানুয়াল: আ হালাল গাইড টু মাইন্ড-ব্লোইং সেক্স। সবে গত সপ্তাহে প্রকাশিত হয়েছে। এরই মধ্যে মুসলিম মহিলাদের মধ্যে দারুণ সমাদৃত হয়েছে বইটি।
বইয়ের লেখিকা নাম গোপন রেখেছেন। বইটি লিখেছেন উম মুলাধত ছদ্মনামে। এতে মুসলিম মেয়েদের খোলামেলা উপদেশ দেওয়া হয়েছে, চুম্বন থেকে সেক্সের পোজিশন- কোনটা আরামদায়ক কোন ক্ষেত্রে।
তবে আসল বিষয়, পুরুষ নয়, যৌনতায় অগ্রণী ভূমিকা কীভাবে নেবেন মেয়েরা। লেখিকার বক্তব্য, কীভাবে যৌন জীবন আরও মশলাদার করে তোলা যাবে সে সম্পর্কে বর্তমান ইসলামী সাহিত্যে কোনও উল্লেখ নেই। বহু মুসলিম মেয়ে বিয়ে করেন, সেক্স সম্পর্কে বিশেষ কোনও ধারণা না রেখেই। তাঁদের জন্য তাঁর এই বই।
লেখিকা জানিয়েছেন, বইটি লেখার জন্য নানা মহলে প্রশংসিত হয়েছেন তিনি। কিন্তু ধিক্কার ও নিন্দায় ভরা বার্তাও পেয়েছেন বহু।
বইটির প্রশংসা করেছে ব্রিটেনের মুসলিম উওমেনস নেটওয়ার্ক। তাদের বক্তব্য, মুসলিম মেয়েরা ছোটবেলা থেকে সেক্সের সঙ্গে অপরাধবোধকে জড়িয়ে ফেলেন। তাঁদের বোঝানো হয়, এটা নোংরা কিছু। তাই বিয়ের পর নিজের ইচ্ছা অনিচ্ছার কথা খোলাখুলি বলতে পারেন না তাঁরা। এই বই তাঁদের এ ব্যাপারে স্পষ্ট কথা বলতে সাহায্য করবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement