এক্সপ্লোর
Advertisement
যুদ্ধের জন্য তৈরি পাকিস্তান, মোদীকে ‘অশালীন’ হুমকি মিঁয়াদাদের, পাল্টা তোপ অনুরাগের
নয়াদিল্লি: নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় সেনার পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক ঘিরে পাকিস্তানে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। পাক জনতার একাংশ ভারতীয় সেনার এই মসৃণ অভিযান নিয়ে দিশেহারা হয়ে পড়েছে। এরই প্রমাণ মিলল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদের বক্তব্যে। টেলিভিশন চ্যানেলে ভারতের বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে শালীনতার সমস্ত সীমা ভেঙে ফেললেন পাক দলের প্রাক্তন অধিনায়ক। এমনকি ভারতের দিকে যুদ্ধের চ্যালেঞ্জও ছুঁড়ে দিলেন তিনি।
এর জবাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি অনুরাগ ঠাকুরের কটাক্ষ, ভারতের হাতে যুদ্ধক্ষেত্র ও ক্রিকেট মাঠে একের পর এক হারের ঘোর কাটিয়ে উঠতে পারেননি মিঁয়াদাদ।
কয়েকদিন আগেই পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি দুই দেশের মধ্যে শান্তির আর্জি জানিয়েছিলেন। কিন্তু মিঁয়াদাদ প্রথম থেকেই জঙ্গি মেজাজে তাঁর বক্তব্য রেখেছেন।
সামা টিভিকে দেওয়া সাক্ষাত্কারে মিঁয়াদাদ বলেছেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধে 'শহীদ' হতে প্রস্তুত প্রত্যেক পাকিস্তানিই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে আশালীন ভাষায় আক্রমণ করেছেন তিনি।
মিয়াঁদাদের দাবি, ‘মোদী ডিম । তিনি জানেন না যে, কাদের হুমকি দিচ্ছেন। পাকিস্তান যুদ্ধের জন্য তৈরি। প্রত্যেক পাকিস্তানি, এমনকি শিশুরাও ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে তৈরি’। ভারত ভীতু দাবি করে মিঁয়াদাদের দাবি, ভারতের কোনও সেনাবাহিনীই নেই।
মিঁয়াদাদ বলেছেন, ‘ভারতীয়দের বলতে চাই, তোমাদের দেশে এমন কিছু লোক আছে যারা তোমাদের মারতে চায়। এই লোকেদের বিরুদ্ধে তোমাদের একজোট হওয়া উচিত’।
তিনি আরও বলেছেন, তিনি আরও বলেছেন, ক্রিকেট কেরিয়ারে তিনি ভারতের বিভিন্ন প্রান্তে গিয়েছেন। কিন্তু সেখানে সব মানুষ কিন্তু এ রকম নয়।
Video courtesy: samaatvnews/YouTube
মিঁয়াদাদের মন্তব্যের জবাবে বিজেপি সাংসদ তথা বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর বলেছেন, ১৯৬৫, ১৯৭১ এবং কার্গিল যুদ্ধের ধাক্কা পাকিস্তান এখনও কাটিয়ে উঠতে পারেনি। বিশ্বকাপেও তারা ভারতকে একবারও হারাতে পারেনি। দরকার হলে পাকিস্তানকে পর্যুদস্ত করতে ফের প্রস্তুত ভারত, সে যুদ্ধই হোক বা ক্রিকেট।
অনুরাগ আরও বলেছেন, এতই যদি সাহস, তাহলে মিঁয়াদাদ তাঁর আত্মীয় আন্ডার ওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিমকে প্রকাশ্যে বেরোতে বলুন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement