এক্সপ্লোর
দুটি যুদ্ধক্ষেত্র তৈরি করছে ভারত, অভিযোগ পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

ইসলামাবাদ: ভারত পাকিস্তানের সঙ্গে দুটি যুদ্ধক্ষেত্র প্রস্তুত করছে। এই নীতি আঞ্চলিক শান্তি ও স্থিতাবস্থার পক্ষে ক্ষতিকর। অভিযোগ করলেন পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসের খান জানুজা। আফগানিস্তান ও পাকিস্তানের জন্য প্রেরিত জার্মান কূটনীতিকদের একটি দলের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন। তাঁর দাবি, পাকিস্তান আফগানিস্তানে শান্তি চায় কিন্তু ভারত আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। তারা পাকিস্তানের সঙ্গে দুটি যুদ্ধের ক্ষেত্র তৈরি করতে চায়। জানুজার দাবি, ভারতের তৈরি করা এই পরিস্থিতি আঞ্চলিক শান্তির পক্ষে অনুকূল নয়। বিশ্বের সব বড় শক্তিরই উচিত, এই অঞ্চলের শান্তি ও স্থিতাবস্থা রক্ষার চেষ্টা করা। জানুজার মূল বক্তব্য, পশ্চিমে আফগানিস্তান সীমান্তে পাকিস্তানকে জঙ্গিদের সঙ্গে লড়াই করতে হচ্ছে আবার পূর্বে ভারত সীমান্তে তাদের লড়তে হচ্ছে ভারতীয় সেনার সঙ্গে। আঞ্চলিক শান্তির জন্য দু’দেশের আলোচনার মাধ্যমে সব বিতর্ক মেটানোর ওপর জোর দিয়েছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















