Pakistan Emergency LIVE Updates: লন্ডনে নওয়াজ শরিফের বাসভবনের বাইরে বিক্ষোভ পিটিআইয়ের সমর্থকদের
Pakistan Emergency LIVE Updates: পাক সুপ্রিম কোর্টের (Supreme Court) বাইরে মোতায়েন করা হল পাক সেনাকে। ইসলামবাদের সমস্ত হাসপাতালে জারি করা হল জরুরি অবস্থা।
LIVE
Background
মধ্যরাতে পাকিস্তানে টানটান নাটক, ইস্তফা দিলেন স্পিকার (Speaker)। অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির আগেই ইস্তফা দিলেন স্পিকার। স্পিকারের সঙ্গে ইস্তফা দিলেন পাক পার্লামেন্টের ডেপুটি স্পিকার (Deputy Speaker)। পাক সুপ্রিম কোর্টের (Supreme Court) বাইরে মোতায়েন করা হল পাক সেনাকে। ইসলামবাদের সমস্ত হাসপাতালে জারি করা হল জরুরি অবস্থা। পাকিস্তানের সমস্ত বিমানবন্দরে জারি করা হল অ্যালার্ট। কিছুক্ষণের মধ্যেই পাক পার্লামেন্টে শুরু হবে অধিবেশন। দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে একার লড়াই, বিবৃতি ইমরান খানের। পাকিস্তান ছাড়তে সমস্ত সরকারি আধিকারিকদের নিষেধাজ্ঞা। মধ্যরাতেই আদালতে গেলেন পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ইসলামাবাদে নিরাপত্তা বাড়ল মার্কিন দূতাবাসের। এদিন পার্লামেন্টে ঢোকার মুখে সংবাদমাধ্যমের দিকে তেড়ে যান স্পিকার।
Pakistan Emergency Live: লন্ডনে নওয়াজ শরিফের বাসভবনের বাইরে বিক্ষোভ পিটিআইয়ের সমর্থকদের
আস্থাভোটে ইমরান-খান সরকারের পতনের পর লন্ডনে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসভবনের বাইরে বিক্ষোভ দেখান পিটিআইয়ের সমর্থকরা।
Pakistan Emergency Live Updates: ১৭৪ ভোটে আস্থা ভোটে হারের পর ট্যুইট প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়কের
সেই ট্র্যাডিশন সমানে চলেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে মেয়াদ শেষ করার আগে গদিচ্যুত ইমরান খানও। বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই আজ থেকে ফের শুরু হল। ১৭৪ ভোটে আস্থা ভোটে হারের পর ট্যুইট প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়কের। এদিকে বিরোধীদের তরফে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন জমা দিলেন নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ।
Pakistan Emergency Live: পাকিস্তানের রাজনীতিতে বিচারব্যবস্থাও ঢুকে পড়েছে, মন্তব্য প্রাক্তন এনএসজি কম্যান্ডোর
শাহবাজ শরিফকে লাহৌর হাইকোর্টের সমন প্রমাণ করে যে পাকিস্তানের রাজনীতিতে বিচারব্যবস্থাও ঢুকে পড়েছে, মন্তব্য প্রাক্তন এনএসজি কম্যান্ডো দীপাঞ্জন চক্রবর্তী।
Pakistan Emergency Live Updates: শাহবাজ শরিফের মনোনয়ন গ্রহণ হলে ইস্তফা, জানালেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী
শাহবাজ শরিফের মনোনয়ন গ্রহণ করা হলে তাঁর দলের সদস্যরা ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে ইস্তফা দেবেন, জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
Pakistan Emergency Live: শাহবাজের দাদা নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীনই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত
শাহবাজের দাদা নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীনই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। সম্প্রীতির বার্তা নিয়ে ১৯৯৯ সালে বাসে করে লাহৌরে পৌঁছেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনাও জানিয়েছিলেন নওয়াজ।