এক্সপ্লোর
Advertisement
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান উল্লেখযোগ্য কিছু করেনি, বলল আমেরিকা
ওয়াশিংটন: পাকিস্তান যেভাবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছে তাতে সন্তুষ্ট নয় আমেরিকা। তাদের বক্তব্য, পাক ভূমিতেই ফুলে ফেঁপে বেড়ে ওঠা তালিবান ও হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে ইসলামাবাদ বিশেষ কিছু করছে না। হোয়াইট হাউসের এক বরিষ্ঠ আধিকারিক এভাবেই পাক সরকারের সমালোচনা করেছেন।
বিশেষ করে ২৬/১১ সন্ত্রাসের মুখ্য অপরাধী হাফিজ সঈদের মুক্তি পাওয়াকে এক ধাপ পিছিয়ে যাওয়া বলে ওয়াশিংটন ব্যাখ্যা করেছে। ৫ বছর হাক্কানি নেটওয়ার্কের হাতে বন্দি থাকার পর মার্কিন কোলম্যান পরিবারের মুক্তি পাওয়াকে ওয়াশিংটন খুব একটা গুরুত্ব দিচ্ছে না। তারা বলছে, ওই ঘটনা ইসলামাবাদের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকাকে সহযোগিতার কোনও প্রমাণ নয়। বরং পাক-আফগান সীমান্তের পার্বত্য এলাকা থেকে কোলম্যান পরিবারের মুক্তির মূল কারণ তাদের কূটনৈতিক চাপ ও গোয়েন্দা এজেন্সিদের কাজ বলে তাদের দাবি।
আমেরিকা পরিষ্কার জানিয়েছে, তালিবান ও হাক্কানি নেটওয়ার্কের মূলোচ্ছেদ করার ব্যাপারে দেওয়া প্রতিশ্রুতি পাকিস্তান রাখছে না, এখনও এ ক্ষেত্রে তারা তেমন কোনও পদক্ষেপ করেনি। পাকিস্তানের মাটিতে গড়ে ওঠা জঙ্গিদের স্বর্গরাজ্যগুলি ভেঙে দিতেও তারা উৎসাহী নয়।
তবে আমেরিকা জানিয়েছে, তাদের এখনও আশা, পাকিস্তান সন্ত্রাসদমনে তাদের সহযোগিতা করবে। যদিও তা তাদের করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তাদের ধৈর্য সীমাহীন নয় বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে আমেরিকা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement