এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
সিয়াচেনের কাছে উড়েছে পাক জেটবিমান, দাবি মিডিয়ার, আকাশসীমা লঙ্ঘন হয়নি, জানাল ভারতীয় বায়ুসেনা
ইসলামাবাদ: সীমান্তে উত্তেজনার আবহেই বুধবার সকালে পাকিস্তান বায়ুসেনার জেট যুদ্ধবিমান সিয়াচেন হিমবাহের কাছে ভারতের দিকে চক্কর মেরেছে বলে দাবি করে পাকিস্তানের সংবাদ চ্যানেল সামা টিভি। যদিও এ খবর অস্বীকার করে ভারতীয় বায়ুসেনা সূত্রে নয়াদিল্লিতে জানিয়ে দেওয়া হয়েছে, ভারতের আকাশসীমা লঙ্ঘনের কোনও ঘটনাই হয়নি।
গতকালই ভারতীয় সেনাবাহিনী ভিডিও প্রকাশ করে জানায়, গত ৯-১০ মে পাল্টা গোলাগুলি চালিয়ে ভারতে অনুপ্রবেশে সাহায্য করা একাধিক পাকিস্তানি চৌকি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কাশ্মীরে শান্তি, স্থিতিশীলতা বজায় রাখতেই এর প্রয়োজন ছিল বলে জানান প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি।
বেশ কয়েকটি সূত্র উদ্ধৃত করে পাক চ্যানেলটি জানায়, ভারত থেকে ক্রমাগত হামলার 'হুমকি' আসছে। এই প্রেক্ষাপটে পাক বায়ুসেনার সামনের সারির সব ঘাঁটি, চৌকিকে পুরোদস্তুর সক্রিয় করে দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে সকালে উড়ান চালিয়েছে তাদের মিরাজ জেট বিমান। পাক বিমান বাহিনীর প্রধান চিফ অব এয়ার স্টাফ মার্শাল সোহেল আমনও আজ স্কার্দুতে ফরোয়ার্ড এয়ারবেস পরিদর্শন করে প্রস্তুতি খতিয়ে দেখার জন্য। সঙ্গে ছিলেন অন্য শীর্ষ বায়ুসেনা কর্তারাও।
ভারতের অভিযানের ধাক্কাতেই পাকিস্তানের এই সাজ সাজ রব বলে মনে করা হচ্ছে।
পাক মিডিয়ার খবরে প্রকাশ, পাক বায়ুসেনা প্রধান নিজে একটি মিরাজ জেটও চালান। পাক বায়ুসেনা সূত্রের খবর, তিনি বায়ুসেনার পাইলট ও টেকনিক্যাল কর্মীদের সঙ্গেও কথা বলেন। একটি ফাইটার স্কোয়াড্রন উঁচু ও নীচু অল্টিচিউডে ফ্লাইটের উড়ান চালায়। আমনকে উদ্ধৃত করে বলা হয়েছে, শত্রুপক্ষের এহেন পদক্ষেপে উদ্বিগ্ন হওয়ার মতো কিছুই হয়নি। কেউ পাকিস্তানের সঙ্গে হঠকারী আচরণের চেষ্টা করলে সমুচিত জবাব পাবে।
প্রসঙ্গত, সিয়াচেন হল বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র। পাহাড়, পর্বতে ঘেরা হিমালয়ের পূর্ব কারাকোরাম রেঞ্জের কাছেই সিয়াচেন। এখানেই শেষ হয়েছে ভারত, পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
বিজ্ঞান
Advertisement