(Source: ECI/ABP News/ABP Majha)
India At UN: কাশ্মীরে বেআইনিভাবে দখল করা এলাকা ছাড়ুক পাকিস্তান, রাষ্ট্রপুঞ্জে ইসলামাবাদকে কড়া জবাব ভারতের
স্নেহা দুবে বলেন, প্রতিবেশীদের ক্ষতি করার জন্য পাকিস্তান তাদের দেশে জঙ্গিদের প্রতিপালন করে। এর জন্য ভারত এমনকি গোটা বিশ্ব তার ফল ভোগ করে।
রাষ্ট্রপুঞ্জ: রাষ্ট্রপুঞ্জে ফের কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করল পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে ফের কাশ্মীর প্রসঙ্গে ভুল তথ্য তুলে ধরে ভারতের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আফগানিস্তান ইস্যুতে বাস্তব অবস্থা এড়িয়ে ইমরান ভিক্টিম কার্ড খেলেছেন।
ইমরান খানের অভিযোগের কঠোর জবাব দিয়েছে ভারত। ইমরান খান পাকিস্তানকে সন্ত্রাসবাদের শিকার হওয়ার কথা বলে আসলে ভান করছেন বলে ভারতের প্রতিনিধি মন্তব্য করেছেন। ইমরান খানের ভাষণের পর রাইট টু রিপ্লাইয়ের ব্যবহার করে পাকিস্তানের মিথ্যে অভিযোগের জবাব দেন ভারতের প্রতিনিধি। ভারতের পক্ষ থেকে ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে বক্তব্য রাখেন।
ভারতের পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রপু্ঞ্জের মঞ্চ ব্যবহার করে পাকিস্তান মিথ্যে ও অপ্রচার করছে। স্নেহা দুবে বলেন, প্রতিবেশীদের ক্ষতি করার জন্য পাকিস্তান তাদের দেশে জঙ্গিদের প্রতিপালন করে। এর জন্য ভারত, এমনকি গোটা বিশ্ব তার ফল ভোগ করে। পাকিস্তানে রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসের মধ্যে শিখ, হিন্দু, খ্রিস্টানদের মতো সংখ্যালঘুদের ভয়ে ভয়ে বাঁচতে হয়।...আমরা আরও একবার বলছি, জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে, থাকবে। এর মধ্যে পাকিস্তানের বেআইনিভাবে দখল করা ভূখণ্ডও আছে। পাকিস্তানকে বলছি, অবিলম্বে বেআইনিভাবে দখল করা অংশ ছেড়ে দিক। পাকিস্তান-সহ সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গে আমরা স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চাই। কিন্তু উপযুক্ত পরিবেশ তৈরি করা পাকিস্তানের দায়িত্ব। যার মধ্যে আছে পাকিস্তানের জমি সন্ত্রাসের জন্য ব্যবহার হতে না দেওয়া।
ভারতের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তান এমন একটি দেশ, যেখানে সবচেয়ে বেশি রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত জঙ্গিরা আশ্রয় পায়। পাকিস্তান ওসামা বিন লাদেনকে শহিদের তকমা দেয়। অথচ সেই দেশ নিজেদের সন্ত্রাসবাদের শিকার বলে দাবি করছে।
উল্লেখ্য, আজ রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজেই ট্যুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে নিউ ইয়র্কে পৌঁছন তিনি। প্রধানমন্ত্রী যে হোটেলে উঠেছেন, তার বাইরে ভিড় জমান প্রবাসী ভারতীয়রা। সকলকে প্রীতি সম্ভাষণ জানান প্রধানমন্ত্রী। এরপর ভারতীয় সময় সন্ধে সাড়ে ৬টায় রাষ্ট্রপুঞ্জের ৭৬ তম সাধারণ অধিবেশনে বক্তৃতা দেবেন তিনি।