পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার ভারতীয় সেনার দাবি অস্বীকার পাকিস্তানের
“যেকোনও ভারতীয় কূটনৈতিক কিংবা সংবাদমাধ্যমকে স্বাগত। এখানে এসে প্রমাণ করে দেখাক, জঙ্গি ঘাঁটি ছিল।”
ইসলামাবাদ: সার্জিক্যাল স্ট্রাইকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাক জঙ্গি ঘাঁটি। রবিবার এমনই দাবি করেছেন সেনা প্রধান বিপিন রাওয়াত। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভারতীয় সেনার প্রত্যাঘাতে হত অন্তত ৬ থেকে ১০ পাক সেনা। নিকেশ হয়েছে জঙ্গিরাও। ২৪ ঘণ্টাও কাটল না, ভারতীয় সেনা প্রধানের দাবি নস্যাৎ করল পাকিস্তান। উল্টে পাক সেনার মুখপত্র মেজর জেনারেল আসিফ গফুরের দাবি, ভারতীয় সেনা যেখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে বলে জানিয়েছে, সেখানে কোনও জঙ্গি ঘাঁটিই নেই। আরও এক ধাপ এগিয়ে গফুর বলেন, “যেকোনও ভারতীয় কূটনৈতিক কিংবা সংবাদমাধ্যমকে স্বাগত। এখানে এসে প্রমাণ করে দেখাক, জঙ্গি ঘাঁটি ছিল।”
Typical of Indian media falsely claiming targeting of alleged camps. Get access to IOJ&K & have moral courage to cover damages caused by Pak Army. All your previous claims met their fate so shall this one. Follow journalistic ethos of Pak Media for reporting with responsibility.
— DG ISPR (@OfficialDGISPR) October 20, 2019
গফুর আরও বলেন, “ভারতীয় সেনা প্রধানের মতো পদে থেকে যে ধরনের মন্তব্য করা হচ্ছে তা হতাশাজনক।” ভারত নিজস্ব স্বার্থসিদ্ধির জন্যই এমন দাবি করছেন বলেও মন্তব্য করেন তিনি। এমন আচরণ সেনার পেশাদারিত্বের পরিপন্থী, মন্তব্য আসিফ গফুরের।