Pakistan : FATF এর ধূসর তালিকার বাইরে পাকিস্তান ! জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানো বন্ধ হবে কি?
Financial Action Task Force's grey list : গত ৪ বছর পাকিস্তানকে ধূসর তালিকা বা গ্রে লিস্টে রেখেছিল এফএটিএফ।
নয়াদিল্লি : ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) ধূসর তালিকা থেকে বাদ দিল পাকিস্তানকে। ক্রমাগত সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়ে যাওয়া, মদত দেওয়া ও জঙ্গি কার্যকলাপের জন্য অর্থ জোগানোর অভিযোগে এই তালিকায় ছিল পাকিস্তান। গত ৪ বছর পাকিস্তানকে ধূসর তালিকা বা গ্রে লিস্টে রেখেছিল এফএটিএফ।
ধূসর তালিকায় থাকার অর্থ কী
এফএটিএফ (FATF) বিশ্বব্যাপী চলা সন্ত্রাসে অর্থ জোগান দেওয়ার বিষয়টিতে নজরদারি করে। চার বছর পর, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকার বাইরে পাকিস্তান। অর্থনৈতিক সঙ্কট মেটার আশায় বুক বাঁধছে ইসলামাবাদ। সন্ত্রাসে আর্থিক সাহায্য ও সন্ত্রাসবাদে মদতের অভিযোগে ২০১৮ থেকে FATF-এর ধূসর তালিকায় ছিল পাকিস্তান। ধূসর তালিকা থেকে মুক্ত হওয়ার পর, ইউরোপিয় ইউনিয়ন, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, বিশ্বব্যাঙ্ক, Asian Development Bank- মতো প্রতিষ্ঠানের থেকে অর্থ সাহায্য মেলার বাধা কাটতে চলেছে ইসলামাবাদের।
পাক প্রধানমন্ত্রী ( Shehbaz Sharif )এই খবর জানিয়ে ট্যুইট করেন। তিনি লেখেন, ' বছরের পর বছর ধরে আমাদের দৃঢ়প্রতিজ্ঞ এবং মজবুদ প্রচেষ্টা। আমি আমাদের অসামরিক ও সামরিক নেতৃত্বের পাশাপাশি সমস্ত প্রতিষ্ঠানকে অভিনন্দন জানাতে চাই, যাদের কঠোর পরিশ্রম আজকের সাফল্য এসেছে । আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা।
Pakistan 🇵🇰 exiting the FATF grey list is a vindication of our determined and sustained efforts over the years. I would like to congratulate our civil & military leadership as well as all institutions whose hard work led to today's success. Aap sab ko bohat bohat Mubarak :)
— Shehbaz Sharif (@CMShehbaz) October 21, 2022
ধূসর তালিকায় থাকার অর্থ হল, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার, বিশ্বব্যাঙ্ক ( International Monetary Fund ) , এশিয়া উন্নয়ন ব্যাঙ্ক, ইউরোপীয় ইউনিয়নের মতো সংস্থার কাছ থেকে অর্থসাহায্য পাওয়া বন্ধ করে দেওয়া হয়। পাকিস্তান ইদানিং যে আর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে ধূসর তালিকায় থাকা পাকিস্তানের মতো দুর্বল অর্থনীতির কাছে বড় চ্যালেঞ্জের।
ভারত শুক্রবার জানিয়েছে, পাকিস্তানকে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের 'ধূসর তালিকা' থেকে মুক্ত করার পরে সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদে টাকা জোগান দেওয়া বন্ধ করতে হবে। জঙ্গি কার্যকলাপে অর্থ-জোগানের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে হবে। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন , FATF পাকিস্তানকে ধূসর তালিকার মধ্যে ফেলে, মুম্বই 26/11 হামলায় জড়িত সহ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিতে বাধ্য করেছিল।
"সারা বিশ্বের স্বার্থে , পাকিস্তানকে তার নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলি থেকে সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদে অর্থ জোগানের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে হবে," বিদেশমন্ত্রকের ( Ministry of External Affairs ) এর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে।
পাকিস্তান ধূসর তালিকা থেকে বেরিয়ে এলেও, মায়ানমারের আরও খারাপ অবস্থা হল । ধূসর থেকে কালো তালিকায় পাঠানো হয়েছে মায়ানমারকে।