Covid: কোভিড হলেও আইসোলেশন নয়, বাঁচতে হবে করোনা নিয়েই; নির্দেশ জারি করল এই দেশ
London Covid Situation: কোভিড নিয়েই বাঁচার পথে হাঁটতে চলেছে ব্রিটেন। সে দেশের সরকার ঘোষণা করেছে যে এবার 'কোভিডের সঙ্গেই বসবাস' করতে হবে ব্রিটেনবাসীকে।
লন্ডন: কোভিড থাকবেই, আসবে ঢেউও। কিন্তু এবার আর জীবনযাপনে বদল নয়। বরং কোভিড নিয়েই বাঁচার পথে হাঁটতে চলেছে ব্রিটেন। সে দেশের সরকার ঘোষণা করেছে যে এবার 'কোভিডের সঙ্গেই বসবাস' করতে হবে ব্রিটেনবাসীকে। তাই আগামী সপ্তাহ থেকে আর কোভিড হলে আইসোলেশনের প্রয়োজন নেই, এমনই নির্দেশ দিল সরকার।
প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন যে ভাইরাসের বিস্তার রোধে আনা সমস্ত আইনি বিধিনিষেধের অবসান ঘটিয়ে ব্রিটেনবাসীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সে দেশের প্রধানমন্ত্রীর কথায়, স্বাধীনতাকে সীমাবদ্ধ না করে নিজেদের রক্ষা করতে হবে। সোমবার সংসদে পরিকল্পনার বিশদ বিবরণ দেবেন তিনি, এমনটাই জানা গিয়েছে। রবিবার এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জনসন সংবাদসংস্থা বিবিসিকে বলেন, “আমি বলছি না যে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত নয়। তবে এখন সবার জন্য তাদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মুহূর্ত। আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে।"
যদিও সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাননি বৈজ্ঞানিক মহল। তাঁদের কথায়, এটি একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ যা সংক্রমণের বৃদ্ধি ঘটাতে পারে এবং ভবিষ্যতের আরও মারাত্মক স্ট্রেনেরও জন্ম দিতে পারে। এর ফলে স্বাস্থ্য ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা তাঁদের।
এদিকে, করোনার আরও বিপজ্জনক এবং আরও সংক্রমক স্ট্রেনের আগমনের জন্য এটাই আদর্শ সময়, এমনয়াই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসাস বলেন, "এটা করোনার আরও বিপজ্জনক এবং সংক্রমক ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার জন্য আদর্শ সময়। আজ থেকে দু’বছর আগে আমরা যখন করোনা নিয়ে প্রথম আলোচনা করছিলাম, তখন হয়তো অনেকে ভাবতেই পারেনি আজ আমরা এই মহামারীর তৃতীয় বছরে পা দেব। কিন্তু আজ তৃতীয় বছরে পা দিয়েও বলতে হচ্ছে এই মহামারীর নতুন নতুন ভ্যারিয়েন্টের আগমনের জন্য এটাই আদর্শ সময়।”