এক্সপ্লোর
পিআইএ-র বিমান লাহোর এয়ারপোর্টে, বাসে গন্তব্যে যেতে বলল কর্তৃপক্ষ, যাত্রীরা না নামায় এসি বন্ধ করে দিল কর্মীরা!

লাহোর: পাকিস্তানের সরকারি বিমান সংস্থা পিআইএ-র বিমান কম দৃশ্যমানতার জন্য লাহোর বিমানবন্দরে নামার পর যাত্রীদের বাসে করে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিলেন বিমান কোম্পানির লোকজন। জিও নিউজ-এর খবর, পিআইএ-র ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবি থেকে যাচ্ছিল রহিম ইয়ার খানে। আলো কম থাকায় দেখতে সমস্যা হওয়ায় পাইলট বিমানটি নামান লাহোর বিমানবন্দরে। সেখানে পিআইএ কর্মীরা বলেন, বাসের ব্যবস্থা করা হচ্ছে। বাসে চেপে রহিম ইয়ার খানে চলে যান! কিন্তু এই প্রস্তাবে বেঁকে বসেন যাত্রীরা। লাহোর থেকে ওই জায়গার দূরত্ব প্রায় ৬২৫ কিমি। তাঁরা বিমান থেকে নামতে অস্বীকার করেন। কিন্তু বিমানকর্মীরা পাল্টা বিমানের শীতাতপ নিয়ন্ত্রণ সিস্টেম বন্ধ করে দেন, দমবন্ধ হয়ে আসে যাত্রীদের, যাদের মধ্যে ছিল বাচ্চারাও। যাত্রীরা বিমানকর্মীদের বলেন, তাঁদের অন্তত মুলতান বিমানবন্দরে নামিয়ে দেওয়া হোক। সেখান থেকে ২৯২ কিমি দূরে রহিম ইয়ার খান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















