এক্সপ্লোর
ফিনল্যান্ডের সব সংস্থার কর্মীদের সপ্তাহে চারদিন ৬ ঘণ্টা করে কাজ, তিনদিন ছুটি দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রী সানা মারিনের
বিশ্বের সর্বকনিষ্ঠ মহিলা রাষ্ট্রপ্রধান হিসেবে গত ডিসেম্বরে দায়িত্ব নিয়েছেন মারিন।
![ফিনল্যান্ডের সব সংস্থার কর্মীদের সপ্তাহে চারদিন ৬ ঘণ্টা করে কাজ, তিনদিন ছুটি দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রী সানা মারিনের Prime Minister of Finland calls for a four-day working week and six hour workdays ফিনল্যান্ডের সব সংস্থার কর্মীদের সপ্তাহে চারদিন ৬ ঘণ্টা করে কাজ, তিনদিন ছুটি দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রী সানা মারিনের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/01/07112155/sanna-marin.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হেলসিঙ্কি: দেশের সব সংস্থার কর্মীদের সপ্তাহে চারদিন ৬ ঘণ্টা করে কাজ এবং সপ্তাহে তিনদিন ছুটি দেওয়ার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী সানা মারিন। সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির ১২০-তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, ‘আমি বিশ্বাস করি, পরিবার, প্রিয়জনের সঙ্গে সবার আরও বেশি সময় কাটানো উচিত। এছাড়া তাঁদের শখ পূরণ করা এবং জীবনের অন্যান্য দিকগুলির জন্যও সময় দেওয়া উচিত। ফিনল্যান্ডের নাগরিকরা যাতে কম কাজ করেন, তার ব্যবস্থা করা উচিত। মহিলাদের দৃষ্টিভঙ্গিতে সরকার চালানোর প্রশ্ন নয়, ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে।’
বিশ্বের সর্বকনিষ্ঠ মহিলা রাষ্ট্রপ্রধান হিসেবে গত ডিসেম্বরে দায়িত্ব নিয়েছেন মারিন। এর আগে পরিবহণমন্ত্রী থাকাকালীনই তিনি কাজের দিন কমানোর পক্ষে সওয়াল করেছিলেন তিনি। এবার প্রধানমন্ত্রী হয়ে একই প্রস্তাব দিলেন। ১৯৯৬ সালের আইন অনুসারে ফিনল্যান্ডের কর্মীরা তাঁদের সুবিধা অনুযায়ী কাজের সময় তিনঘণ্টা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। কর্মীদের আরও সুবিধা দিতে চান মারিন।
ফিনল্যান্ডের পাশের দেশ সুইডেনে ইতিমধ্যেই কাজের সময় ৬ ঘণ্টা করে দেওয়া হয়েছে। সেখানকার কর্মীরা জানিয়েছেন, এই নিয়ম চালু হওয়ার ফলে তাঁরা আরও ভালভাবে কাজ করতে পারছেন, মানসিকভাবে আরও ভাল জায়গায় আছেন এবং সম্পদশালী হচ্ছেন। গ্রাহকরাও এই ব্যবস্থায় খুশি। গত অগাস্টে পরীক্ষামূলকভাবে জাপানে ২,৩০০ কর্মীকে একমাসের জন্য প্রতি সপ্তাহে শুক্রবার ছুটি দেয় মাইক্রোসফট। এর ফলে উৎপাদন ৪০ শতাংশ বেড়ে যায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ক্রিকেট
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)