এস-৪০০ ক্ষেপণাস্ত্র সিস্টেম সরবরাহ স্থগিত, চিনকে বিপাকে ফেলল রাশিয়া
রাশিয়ার এস-৪০০ মিসাইল প্রতিরক্ষা সিস্টেমটি সবচেয়ে উন্নত ধাঁচের এ জাতীয় প্রযুক্তি। এটি ৪০০ কিমি দূরত্ব পর্যন্ত ও ৩০ কিমি উঁচু অবধি টার্গেটকে ধ্বংস করতে পারে।
মস্কো: চিনকে ভূমি থেকে বায়ুতে উত্ক্ষেপণযোগ্য এস-৪০০ মিসাইল সিস্টেম দেওয়া স্থগিত রাখল রাশিয়া। ফের এর সরবরাহ কবে শুরু হবে, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে তারা। নিঃসন্দেহে মস্কোর এহেন পদক্ষেপ চিনের কাছে বড় দুঃসংবাদ।
২০১৮ সালে চিন প্রথম ব্যাচের এস-৪০০ ক্ষেপণাস্ত্র পেয়েছিল বলে রাশিয়ার ইতার-তাস সংবাদ সংস্থাকে জানিয়েছে একটি সামরিক সূত্র।
চিনের সংবাদপত্র সোহু-তে উদ্ধৃত করে ইউএওয়ার বলেছে, এবার রাশিয়া চিনের এস-৪০০ সিস্টেমের জন্য ক্ষেপণাস্ত্র সরবরাহ বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে। কিছুটা হলেও আমরা বলতে পারি, চিনের স্বার্থেই এটা করা হল। একটা বন্দুক পাওয়া অস্ত্র সরবরাহের পর ইনভয়েসে সই করার মতো সহজ ব্যাপার নয়। ওরা বলেছে, এই ক্ষেপণাস্ত্র সরবরাহের কাজ রীতিমতো জটিল। চিনকে যেমন ট্রেনিংয়ের জন্য লোকজন পাঠাতে হবে, রাশিয়াকেও ওই ক্ষেপণাস্ত্র ব্যবহারের যোগ্য করে তোলার জন্য অনেক প্রযুক্তি জানা লোকজন দিতে হবে।
এদিকে রাশিয়ার এই সিদ্ধান্ত ঘোষণার পর চিন একথা বলেছে বলে শোনা যাচ্ছে যে, মস্কোর ভয় হল, চলতি পরিস্থিতিতে এস-৪০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে চিনের পিপলস লিবারেশন আর্মির অতিমারী- বিরোধী পদক্ষেপ মার খাবে, সেজন্যই বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে, চিনকে বিপাকে ফেলতে চায় না তারা।
প্রসঙ্গত, রাশিয়ার এস-৪০০ মিসাইল প্রতিরক্ষা সিস্টেমটি সবচেয়ে উন্নত ধাঁচের এ জাতীয় প্রযুক্তি। এটি ৪০০ কিমি দূরত্ব পর্যন্ত ও ৩০ কিমি উঁচু অবধি টার্গেটকে ধ্বংস করতে পারে।
এমনিতে বেজিং-মস্কো সম্পর্ক বহু বছর ধরে ভাল বটে, কিন্তু এর আগে চিনের বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ তুলেছে রাশিয়া। এই প্রেক্ষাপটেই চিনকে এস-৪০০ মিসাইল দেওয়া স্থগিত রাখল রাশিয়া। তাস-এর খবর, রুশ কর্তৃপক্ষ সেন্ট পিটার্সবার্গ আর্কটিক সোস্য়াল সায়েন্স অ্যাকাডেমির প্রেসিডেন্ট ভ্য়ালেরি মিটকো চিনা গোয়েন্দাদের গোপন নথিপত্র পাচার করেছেন বলে প্রমাণ পাওয়ার কথা জানায়।