Russia-Ukraine War: সাড়ে তিন সপ্তাহে ১ কোটি ছিন্নমূল, যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেন, শরণার্থী সঙ্কট ইউরোপ জুড়ে
Russia-Ukraine War: রাষ্ট্রপুঞ্জের শরণার্থী সংক্রান্ত হাই কমিশনারের পরিসংখ্যানেই ১ কোটি ইউক্রেনীয় ঘরছাড়া বলে দাবি করা হয়েছে।
![Russia-Ukraine War: সাড়ে তিন সপ্তাহে ১ কোটি ছিন্নমূল, যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেন, শরণার্থী সঙ্কট ইউরোপ জুড়ে Russia Ukraine War Russia-Ukraine War: Ten million have fled their homes due to war in Ukraine: UN Russia-Ukraine War: সাড়ে তিন সপ্তাহে ১ কোটি ছিন্নমূল, যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেন, শরণার্থী সঙ্কট ইউরোপ জুড়ে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/20/cc36cb4b8bc682a7aaecf4c09afb8a9e_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কিভ: নয় নয় করে সাড়ে তিন সপ্তাহ পার করে ফেলেছে যুদ্ধ (Russia Ukraine War)। তা নিয়ে রাষ্ট্রনেতারা লম্বা-চওড়া ভাষণ দিয়ে গেলেও, আসলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষই। ফের তা প্রমাণিত হল রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যানে (United Nations)। গত সাড়ে তিন সপ্তাহে প্রায় ১ কোটি ইউক্রেনীয় নাগরিক ভিটেমাটি ফেলে রেখে পালাতে বাধ্য হয়েছেন বলে তা থেকে জানা গেল। তাঁদের মধ্যে লক্ষ লক্ষ মানুষ অন্য পড়শি দেশে আশ্রয় নিয়েছেন। যুদ্ধক্ষেত্রে বেঘোরে মারা গিয়েছেন কয়েক হাজার মানুষ। বাদ যায়নি শিশুরাও (UN Refugee Agency)।
রাষ্ট্রপুঞ্জের শরণার্থী সংক্রান্ত হাই কমিশনারের পরিসংখ্যানেই ১ কোটি ইউক্রেনীয় ঘরছাড়া বলে দাবি করা হয়েছে। সংগঠনের প্রধান ফিলিপো গ্রান্ডি বলেন, “নিরীহ নাগরিকরা ভিটে-মাটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। তাঁদের উপর নেমে আসা দুর্ভোগের দায় নিতে হবে যদ্ধকামীদেরই। ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করেছে যে, সেখানে ১ কোটি মানুষ ঘরছাড়া। শরণার্থী হিসেবে পড়শি দেশগুলিতে ঢুকে পড়েছেন কয়েক লক্ষ মানুষ। আবার দেশের মধ্যেই ছিন্নমূল হয়ে ঘুরছেন বহু।”
রবিবার প্রকাশিত রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ করার পর থেকে ৩৩ লক্ষ ৮৯ হাজার ৪৪ জন ইউক্রেনীয় নাগরিক দেশ ছেড়ে বেরিয়ে গিয়েছেন। শনিবারই ৬০ হাজার ৩৫২ জন ইউক্রেনীয় নাগরিক সীমান্ত থেকে অন্য দেশে রওনা দেন। প্রত্যেক দিন সংখ্যাটি এই অঙ্কের আশেপাশেই ঘোরাঘুরি করছে।
আরও পড়ুন: Russia-Ukraine Crisis: ইউক্রেনের অস্ত্রভাণ্ডার ধ্বংস করতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার রাশিয়ার
ইউক্রেন ছেড়ে পালানো নাগরিকদের মধ্যে ৯০ শতাংশই নারী এবং শিশু (Ukrainian Refugees)। রুশ আগ্রাসন ঠেকাতে দেশের ১৮ থেকে ৬০ বছর বয়সি পুরুষ নাগরিকদের দেশ ছাড়া নিষিদ্ধ করেছে ইউক্রেন সরকার। তাঁদের সকলের জন্য সেনায় যোগদান বাধ্যতামূলক করা হয়েছে বলে খবর।
রাষ্ট্রপুঞ্জের শিশু সংগঠন ইউনিসেফ জানিয়েছে, ইউক্রেনীয় শরণার্থীদের মধ্যে শিশুর সংখ্যা ১৫ লক্ষ। তাতে ইউরোপ জুড়ে শরণার্থী সঙ্কটের পাশাপাশি শিশুপাচার এবং নিপীড়নের ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালে ইউক্রেনে রুশ বোমা-গোলার মধ্যে পড়ে কমপক্ষে ১১৫ শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ভলোদিমির জেলেনস্কির সরকার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)