Russia Ukraine War: গণভোটে সমর্থন তাদের পক্ষে! কালই ইউক্রেনের চার অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত হচ্ছে, ঘোষণা মস্কোর
Vladimir Putin: গণভোটে ওই চার অঞ্চলের বাসিন্দারা রাশিয়ার পক্ষেই ভোট দিয়েছেন বলে দাবি মস্কোর।
মস্কো: সাত মাস পেরিয়ে গিয়েছে যুদ্ধের। প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে দু'পক্ষেরই। কিন্তু মুঠো শিথিল করতে নারাজ রাশিয়া (Russia Ukraine War)। বরং ইউক্রেনের চার অঞ্চলকে পাকাপাকি ভাবে দখল করতে চলেছে তারা। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে ইউক্রেনের চার অঞ্চলকে নিজেদের ভূ-খণ্ডের সঙ্গে সংযুক্ত করতে চলেছে রুশ সরকার ( Treaties for Accession)। বৃহস্পতিবার মস্কোর তরফে আনুষ্ঠানিক ভাবে এমনই ঘোষণা করা হল।
ইউক্রেনের চার অঞ্চলকে নিজেদের এক্তিয়ারে আনছে রাশিয়া
এ দিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, "আগামী কাল গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদের জর্জিয়ান হলে নতুন অঞ্চলগুলিকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করতে স্বাক্ষর করার অনুষ্ঠান রয়েছে।" ওই অনুষ্ঠানে রাশিয়ার তরফে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরে হবে বলেও জানানো হয়েছে।
যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের লুগানস্ক, ডনেৎস্ক, খেরসন এবং জাপোরঝিয়া অঞ্চলকে এতদিন দখল করে রেখেছিল রুশ সেনা। ওই চার অঞ্চলকেই নিজেদের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করতে চলেছে রুশ সরকার। রাশিয়ার দাবি, সেখানে গণভোট করিয়েছে তারা। স্থানীয় বাসিন্দারা রাশিয়ার অংশ হওয়ার পক্ষেই মত দিয়েছেন।
আরও পড়ুন: CDS of India: দেশের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ হলেন অনিল চৌহান, জানাল প্রতিরক্ষা মন্ত্রক
ওই চার অঞ্চলে সেনা মোতায়েন করে রাখার পাশাপাশি, প্রশাসনিক পদে বেশ কিছু আধিকারিককে বসিয়ে রেখেছিল রাশিয়া। মস্কোয় পুতিনের সঙ্গে চূড়ান্ত বৈঠক করছেন তাঁরা। তার পরই আগামী কাল রাশিয়ার দখলে ওই চার অঞ্চল পুরোপুরি চলে যাবে বলে জানানো হয়েছে রুশ সরকারের তরফে।
আজ থেকে আট বছর আগে একই ভাবে ক্রাইমিয়া উপদ্বীপকে নিজেদের দেশের সঙ্গে সংযুক্ত করে রাশিয়া। তা নিয়ে আজও দুই দেশের মধ্যে সংঘাত অব্যাহত। তার মধ্যেই ইউক্রেনের আরও চার অঞ্চলকে নিজেদের দখলদারিতে আনতে উদ্যত হল রাশিয়া। তাতে যুদ্ধে আরও উদ্বেগজনক জায়গায় পৌঁছবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
আট বছর আগে একই ভাবে ক্রাইমিয়া ছিনিয়ে নেয় রাশিয়া
রাশিয়ার এই ঘোষণা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে আন্তর্জাতিক মহল। পশ্চিমি বিশ্বের তরফে সাফ জানানো হয়েছে, রাশিয়ার এই পদক্ষেপকে একেবারেি সমর্থন করে না তারা। জি-৭ দেশগুলির তরফে জানানো হয়েছে, ইউক্রেনের ওই চার অঞ্চলকে কখনওই রাশিয়ার অংশ বলে মেনে নেওয়া হবে না। দেশভাগ হওয়া রুখতে অন্তর্জাতিক মহলের দ্বারস্থ হয়েছে ইউক্রেন সরকারও। রাশিয়ার মোকাবিলায় সামরিক সাহায্যের আর্জি জানিয়েছে তারা।