এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
পাকিস্তানে ‘ওম’ লেখা জুতো বিক্রি নিয়ে শোরগোল
করাচি: পাকিস্তানে ঈদ-উল-আজহা উপলক্ষ্যে সিন্ধু প্রদেশের কিছু দোকানে ‘ওম’ লেখা জুতো বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ ওঠায় শোরগোল ছড়িয়ে পড়েছে। মর্মাহত সংখ্যালঘু হিন্দুরা। পাকিস্তান হিন্দু কাউন্সিলের প্যাট্রন-ইন-চিফ রমেশ কুমার জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যেই সিন্ধ সরকার, তান্ডাও আদম খানের স্থানীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ পেশ করেছেন।
রমেশ বলেছেন, তান্ডাও আজম খানের কিছু দোকানি হিন্দুদের কাছে পবিত্র ‘ওম’ শব্দ লেখা জুতো বিক্রি করছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। হিন্দুদের ভাবাবেগে আঘাত করাই এর উদ্দেশ্য বলে মনে হয়। সোস্যাল মিডিয়ায় ওই জুতোর ছবি তুলে দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের উদ্বিগ্ন সদস্যরা। আমরা অবিলম্বে ওই দোকানগুলি থেকে ওই জুতো সরিয়ে দেওয়ার দাবি করছি। এ ধরনের জুতো বিক্রি করে পাকিস্তানের হিন্দুদের অপমান করা হচ্ছে। জুতোয় ওম শব্দটি ব্যবহার করে তাদের ধর্মের অবমাননা করা হয়েছে।
পাকিস্তান হিন্দু সেবা নামে আরেকটি সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, ওম হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র এক ধর্মীয় চিহ্ন বা প্রতীক। হিন্দু ধর্মে এক ঈশ্বরের কথা বলা হয়। আসুন আমরা শান্তিপূর্ণ ভাবে পাকিস্তানের প্রগতিশীল, ইতিবাচক ভাবমূর্তি রক্ষায় এই ঐক্য বজায় রাখতে ব্রতী হই । আমরা আবেদন করছি, পাক কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে স্থানীয় মানুষের মধ্যে কোনও অবাঞ্ছিত ভুল বোঝাবুঝি, অবিশ্বাস তৈরি হওয়া ঠেকাতে ব্যবস্থা নেবে। সিন্ধের অন্য অনেক স্থানেও ওই জুতো বিক্রি হচ্ছে বলে জানানো হয়েছে সিন্ধের সংবাদপত্রগুলিতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement