সর্বজিৎ হত্যা: জেল আধিকারিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাক আদালতের
![সর্বজিৎ হত্যা: জেল আধিকারিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাক আদালতের Sarabjit Murder Trial Arrest Warrant Issued Against Pak Jail সর্বজিৎ হত্যা: জেল আধিকারিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাক আদালতের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/02/15192049/sarabjitsingh.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লাহোর: পাকিস্তানে বন্দিদশায় ভারতীয় নাগরিক সর্বজিৎ সিংহ হত্যা মামলায় সমন অগ্রাহ্য করায় এক শীর্ষ জেল আধিকারিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল সেদেশের একটি আদালত।
জানা গিয়েছে, সর্বজিৎ হত্যা মামলায় বেশ কয়েকবার সমন পাঠানো সত্ত্বেও আদালতে হাজিরা দেননি কোট লখপত জেলের ডেপুটি সুপারইনটেনডেন্ট। সেজন্য এদিন ওই জেল আধিকারিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত।
একইসঙ্গে, আগামী ১৭ তারিখের শুনানিতে তাঁর হাজিরা বাধ্যতামূলক করেছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক লাহোর পুলিশ প্রধানকে নির্দেশ দেন, আগামী শুনানির দিন ডেপুটি জেল সুপার যাতে আদালতে আসেন, তা নিশ্চিত করতে।
২০১৩ সালে লাহোরের কোট লখপত জেলে ২ সহবন্দি—আমির তাম্বা ও মুদসসরের হাতে নিহত হন সর্বজিৎ। মামলার ধীর অগ্রগতি নিয়ে শুনানিতে উষ্মাপ্রকাশ করেন বিচারক। এই মামলায় জেল আধিকারিকদের অসহযোগিতা নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি।
মামলা শুরু হওয়ার আগে লাহোর হাইকোর্টের বিচারপতি মাজাহার আলি আকবরের নেতৃত্ব এক সদস্যের কমিশন গোটা বিষয়টির প্রাথমিক তদন্ত করে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)