এক্সপ্লোর
Advertisement
খুনের মামলায় অস্কার পিস্টোরিয়াসের সাজা বাড়িয়ে করা হল ১৩ বছর
নয়াদিল্লি: প্রেমিকা রিভা স্টিনক্যাম্পকে খুনের মামলায় প্রাক্তন প্যারাঅলিম্পিয়ান অস্কার পিস্টোরিয়াসের সাজা বাড়িয়ে ১৩ বছর করল আদালত। পিস্টোরিয়াসের সাজা ঘোষণা করেছিল প্রথমে সেখানকার হাইকোর্ট। কিন্তু যেহেতু এরমধ্যেই হাজতবাস করে ফেলেছেন পিস্টোরিয়াস, তাই সেই পরিস্থিতি বিবেচনা করে সাজা পনেরো বছর থেকে কমিয়ে ১৩ বছর পাঁচ মাস করেছে সুপ্রিম কোর্ট অফ অ্যাপিল।
বিশ্ববিখ্যাত এই ক্রীড়াবিদকে ২০১৩ সালের ভ্যালেন্টাইন্স ডের দিন গ্রেফতার করে পুলিশ। সেদিনই বান্ধবীকে হত্যার ঘটনাটি ঘটেছিল। ঘটনার সময় বাথরুমে ছিলেন পিস্টোরিয়াসের বান্ধবী। ক্রীড়াবিদ ভেবেছিলেন, বাথরুমের ভেতর বোধহয় অন্য কেউ ঢুকে পড়েছে। সেটা ভেবেই পর পর চারবার গুলি ছোড়েন পিস্টোরিয়াস। ২০১৪ সালে নর্থ গুয়াতেঙ হাইকোর্টের বিচারক প্রথমে পিস্টোরিয়াসকে পাঁচ বছরের সাজা দেন। সেই সময় পাঁচ বছরের মধ্যে মাত্র দশ মাস হাজতবাস করে মুক্তি পান ক্রীড়াবিদ। তবে তাঁকে গৃহবন্দি করে রাখা হয় তারপর। এরপর ২০১৬ সালে সুপ্রিম কোর্ট খুনের চার্জ আরোপ করে পিস্টোরিয়াসের ওপর। ছ বছরের সাজা হয় ক্রীড়াবিদের। সেই সাজার পরিমাণ এবার বাড়াল আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement