এক্সপ্লোর
Advertisement
রাষ্ট্রপুঞ্জের নতুন মহাসচিবের সঙ্গে বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ তুলেও সাড়া পেলেন না শরিফ
ইসলামাবাদ: রাষ্ট্রপুঞ্জের নতুন মহাসচিব অ্যান্টোনিও গুটেরেসের সঙ্গে প্রথমবারের বৈঠকেই কাশ্মীর প্রসঙ্গ তুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। যদিও এই ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপের আর্জির দাবিতে কোনও ইতিবাচক সাড়া পেলেন না।
দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের অবকাশে শরিফ গুটেরেসের সঙ্গে বৈঠক করে কাশ্মীর প্রসঙ্গে তাঁর মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন। পাক প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) এক বিবৃতিতে জানিয়েছে শরিফ রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে বলেন, জম্মু ও কাশ্মীর সহ সমস্ত বকেয়া সমস্যা সমাধানের অগ্রগতির জন্য আলোচনা প্রক্রিয়া চালিয়ে যাওয়ার প্রয়োজন। এরই পরিপ্রেক্ষিতে কাশ্মীর বিতর্কে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব ও কাশ্মীরীদের আকাঙ্খার সঙ্গে সাযুজ্য রেখে পাকিস্তান ভারতকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু ভারত এই আলোচনার প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে না বলে মহাসচিবের কাছে অভিযোগ করেছেন শরিফ। তিনি অভিযোগ করেছেন, ভারত আলোচনায় না বসার মনোভাব গ্রহণ করেছে এবং উত্তেজনাপূর্ণ বিবৃতি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুলছে।
পিএমও-র বিবৃতিতে জানা গিয়েছে, মহাসচিবের সঙ্গে বৈঠকে সিন্ধু জল চুক্তির প্রসঙ্গও উল্লেখ করেন পাক প্রধানমন্ত্রী।
এই সমস্ত সমাধানে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপেরও তিনি আর্জি জানান। কিন্তু এ ব্যাপারে গুটারেসের কাছ থেকে পাক প্রধানমন্ত্রী কোনও ইতিবাচক সাড়া পাননি। মহাসচিব শুধু বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে বকেয়া বিষয়গুলির স্পর্শকারতা সম্পর্কে তিনি অবগত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement