এক্সপ্লোর
Advertisement
কিলিম্যাঞ্জারো পর্বত জয় করতে গিয়ে মৃত্যু দক্ষিণ আফ্রিকার মোটর রেসিং ড্রাইভারের
জোহানেসবার্গ: ‘ম্যান্ডেলা দিবস’ উপলক্ষে কেনিয়ার বিখ্যাত কিলিম্যাঞ্জারো পর্বত জয় করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল দক্ষিণ আফ্রিকার তিনবারের জাতীয় চ্যাম্পিয়ন মোটর রেসিং ড্রাইভার গুগু জুলুর। তাঁর স্ত্রী লেতশেগোও এই অভিযানে শামিল হয়েছিলেন। ৫,৮৯৫ মিটার পর্যন্ত উঠে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন গুগু। তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা হয়েছিল। কিন্তু গুগুকে বাঁচানো যায়নি।
নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ঠিক কী হয়েছিল এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, আজ সকালে গুগুর শ্বাসকষ্ট শুরু হয়। চিকিৎসকরা তাঁকে নীচে নামিয়ে নিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু তার আগেই মৃত্যু হয় গুগুর। নেলসন ম্যান্ডেলার জন্মদিনে কিলিম্যাঞ্জারো পর্বত জয় করা লক্ষ্য ছিল গুগু ও তাঁর সঙ্গীদের। এবারের ‘ম্যান্ডেলা দিবস’-এ সমাজের পিছিয়ে থাকা শ্রেণির মেয়েদের উন্নয়নের লক্ষ্যে কাজ করার কথা ঘোষণা করা হয়েছিল। সেই প্রকল্পের প্রচারের উদ্দেশ্যেই কিলিম্যাঞ্জারো জয় করতে চেয়েছিলেন গুগুরা। কিন্তু সেটা করতে গিয়েই দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হল এই ক্রীড়াবিদের।
@AdventureCoupleza Gugu & Letshego Zulu on @powerfm987 at 13:45 today talking about #Trek4Mandela @Caring4Girls pic.twitter.com/WgVTaljtNN
— Gugu Zulu (@GuguZulu) July 1, 2016
গুগুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
মালদা
Advertisement