Syria Drone Attack:সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত আল কায়দার অন্যতম শীর্ষ নেতা
মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র মেজর জন রিগসবি জানিয়েছেন, উত্তর-পশ্চিম সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আল কায়দার অন্যতম শীর্ষ নেতা আব্দুল হামিল আল মাতার নিহত হয়েছে।
নয়াদিল্লি: সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত জঙ্গি সংগঠন আল কায়দার অন্যতম শীর্ষ নেতা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র মেজর জন রিগসবি জানিয়েছেন, উত্তর-পশ্চিম সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আল কায়দার অন্যতম শীর্ষ নেতা আব্দুল হামিল আল মাতার নিহত হয়েছে। বিগসবি বলেছেন, এসকিউ-৯ বিমানে এই হামলা চালানো হয়। যদিও এই হামলায় কোনও অসামরিক ব্যক্তির হতাহত হওয়া কোনও খবর নেই।
রিগসবি তাঁর বিবৃতিতে জানিয়েছেন, আল কায়দার এই শীর্ষ নেতা খতম হওয়ায় জঙ্গি সংগঠনের বিশ্বজুড়ে হামলার ষড়যন্ত্র করা এবং হামলা চালানোর ক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে।
এর আগে গত সেপ্টেম্বরের শেষের দিকে পেন্টাগনের হামলায় সিরিয়ায় আল কায়দার আর এক শীর্ষ নেতা সালিম আবু আহমেদ নিহত হয়েছিল। সিরিয়ার উত্তর-পশ্চিমে ইদলিবে মার্কিন বিমান হামলায় নিহত হয়েছিল সালিম।
সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, বিভিন্ন অঞ্চলে আল কায়দার হামলার ছক, অর্থ সংগ্রহ ও হামলার পিছনের মূল চক্রী নিহত আল কায়দা নেতা।
রিগসবি বলেছেন, আমেরিকা ও তার সহযোগী দেশগুলির কাছে এখনও বিপজ্জনক আল কায়দা। নিজেদের সংগঠন নতুন করে তুলতে এবং তাদের অন্যান্য শাখার সঙ্গে যোগাযোগ বজায় রাখতে আল কায়দা সিরিয়াকে নিরাপদ জায়গা হিসেবে ব্যবহার করছে।
সিরিয়ায় চলতি যুদ্ধ একটা জটিল সমরক্ষেত্র তৈরি করেছে। এই সংঘাতে সামিল রয়েছে বিদেশি সেনা বাহিনী, মিলিশিয়া ও জিহাদিরা। ২০১১ থেকে সরকার বিরোধী বিক্ষোভে নৃশংস দমননীতির মাধ্যমে এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল। এখনও পর্যন্ত রক্তক্ষয়ী এই সংঘর্ষে প্রায় পাঁচ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে।
পেন্টাগন জানিয়েছে, আমেরিকা আল কায়দা ও অন্যান্য জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রাখবে। দুদিন আগেই দক্ষিণ সিরিয়ার মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা হয়েছিল। এই হামলার জবাবেই ড্রোন হামলা চালানো হল কিনা, সে বিষয়ে সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র কিছু জানাননি।