এক্সপ্লোর
Advertisement
কাবুলে আত্মঘাতী তালিবান হামলায় হত ২৮, জখম ৩০০-র বেশি
কাবুলঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত হলেন ২৮ জন। আহত অন্তত ৩২৭। হতাহতদের অধিকাংশই সাধারণ মানুষ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তালিবান এই হামলার দায় স্বীকার করেছে।
কাবুলের পুল-ই-মেহমুদ খান অঞ্চলে প্রথমে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় তালিবান জঙ্গিরা। তাদের লক্ষ্য ছিল আফগান সরকারের গুপ্তচর বাহিনীর প্রধান দফতর। ওই অঞ্চলেই মার্কিন দূতাবাস। আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের পর জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত লড়াই চলছে।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি এই হামলার তীব্র নিন্দা করেছেন।
তালিবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ দাবি করেছে, জঙ্গিরা ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটির দফতরের মধ্যে ঢুকতে পেরেছে। যদিও নিরাপত্তারক্ষীরা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলির শব্দ শোনা যাচ্ছে। অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র সিদিক সিদ্দিকি জানিয়েছেন, আরও আত্মঘাতী জঙ্গি ওই অঞ্চলে থাকতে বলে মনে করা হচ্ছে। গোটা অঞ্চল ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement