Afghanistan: খুনের হুমকি দিয়ে বাড়ি বাড়ি চিঠি, মার্কিন সেনা দেশ ছাড়তেই স্বমূর্তিতে তালিবান
Taliban: সূত্রের খবর, আমেরিকা বা ন্যাটোর সেনার সঙ্গে যাঁরা সহযোগিতা করেছে, সেই আফগানদের বাড়ির দরজায় চিঠি ঝুলিয়ে দিয়ে আসছে তালিবান।
নয়াদিল্লি: মার্কিন সেনা ফেরার পরই স্বমূর্তি ধরেছে তালিবান। খুনের হুমকি দিয়ে বাড়ি বাড়ি চিঠি পাঠানো শুরু করেছে তারা। সূত্রের খবর, আমেরিকা বা ন্যাটোর সেনার সঙ্গে যাঁরা সহযোগিতা করেছে, সেই আফগানদের বাড়ির দরজায় চিঠি ঝুলিয়ে দিয়ে আসছে তালিবান। চিঠিতে হুমকি দেওয়া হয়েছে, আত্মসমর্পণ না করলে তাঁদের খুন করা হবে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, চিঠিতে উল্লেখ করা হয়েছে যাঁরা এই কাজের সঙ্গে যুক্ত তাঁদের শাস্তি পেতে হবে. তালিবানের কোর্টে সাজা ঘোষণা হবে। সংশ্লিষ্ট আদালতে উপস্থিত হতেও নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা আদালতে উপস্থিত হবেন না তাঁদের খুনের সাজা ঘোষণা করা হবে। যাঁরা এই চিঠি পেয়েছেন তাঁদের মধ্য়ে একজন নির্মাণ সংস্থার মালিক। ওই নির্মাণ সংস্থা ব্রিটেনের সামরিক বাহিনীকে হেলমান্দ প্রদেশে রাস্তা তৈরিতে সাহায্য করেছিল। ৩৪ বছর বয়সি ওই ব্যক্তি জানিয়েছেন, তালিবানরা বাড়ির দরজায় চিঠি ঝুলিয়ে দিয়ে গিয়েছে।
আরও পড়ুন: কেউ কাবুল ছাড়তে চাইলে নিরাপদে তার ব্যবস্থা করতে হবে, প্রস্তাব পাশ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে
২০ বছরের যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটিয়ে নির্ধারিত সময়ের একদিন আগেই আফগানিস্তানের মাটি ছাড়ল মার্কিন সেনা। পেন্টাগন জানিয়েছে, ৩০ অগস্ট, অর্থাত্ গতকালই সব মার্কিন সেনাকে ফিরিয়ে নেওয়া হয়েছে। শেষ সৈনিক হিসেবে C-17 বিমানে ওঠেন মেজর জেনারেল ক্রিস ডোনাহিউ। পেন্টাগনের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে আমেরিকার আর কোনও কূটনৈতিক প্রতিনিধি নেই। ওই অফিস কাতারের দোহায় নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী স্তরে দোহা থেকেই কাবুলের সঙ্গে কূটনৈতিক দৌত্য চালানো হবে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ১ লক্ষ ২০ হাজারের বেশি আমেরিকা, আফগানিস্তান ও অন্য দেশের নাগরিকদের কাবুল থেকে সরানো হয়েছে। তবে সূত্রের দাবি, প্রায় দুশো জন মার্কিন নাগরিক এখনও কাবুল ছাড়তে পারেননি। আমেরিকার দাবি, কাবুল যাঁরা ছাড়তে চান, তাদের জন্য কোনও ডেডলাইন নেই। অন্য দেশের সঙ্গে কথা বলে তাঁদের কাবুল ছাড়ার ব্যবস্থা করা হবে।