ভারতে আফ্রিকানদের ওপর হামলায় জড়িতদের শাস্তি হওয়া উচিত: রাষ্ট্রসঙ্ঘ
সংযুক্ত রাষ্ট্রসঙ্ঘ: ভারতে বসবাসকারী আফ্রিকানদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছে রাষ্ট্রসঙ্ঘ।
মঙ্গলবার, রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের মুখপাত্র স্টেফানি ডুহারিচকে ভারতে আফ্রিকানদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, তাঁর আশা, খুব শীঘ্রই হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যদিও, তিনি একইসঙ্গে যোগ করেন, হামলার ঘটনায় এখনই হস্তক্ষেপ করবে না রাষ্ট্রসঙ্ঘ।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ গ্রেটার নয়ডায় স্থানীয় বাসিন্দাদের হাতে প্রহৃত হতে হয় চার নাইজিরীয় পড়ুয়াকে। বাসিন্দাদের অভিযোগ, ওই পড়ুয়াদের দেওয়া মাদক অতিরিক্ত সেবন করেই মারা গিয়েছে এক ১৭ বছরের স্থানীয় কিশোর।
এদিকে, নাইজিরীয় পড়ুয়াজের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছে ভারতে আফ্রিকার বিভিন্ন মিশন। তারা এই হামলাকে বর্ণবিদ্বেষী বলে উল্লেখ করেছে। এই প্রসঙ্গে তারা সরকারের সমালোচনাও করে। তাদের দাবি, অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে ভারত সরকারকে।