সন্ত্রাসের মদতদাতাদের ‘মুখোশ খুলে দেওয়ার’ সময় এসেছে, নাম না করে পাকিস্তানকে আক্রমণ ট্রাম্পের
সংযুক্ত রাষ্ট্রপুঞ্জ: মঙ্গলবার সন্ত্রাসবাদ নিয়ে ফের একবার ঘুরিয়ে পাকিস্তানকে একহাত নেন ট্রাম্প। তাঁর মতে, যে সব দেশ জঙ্গি গোষ্ঠীগুলিকে অর্থ জোগান ও নিরাপদ আশ্রয় দিচ্ছে, তাদের মুখোশ খুলে দেওয়ার সময় এসেছে।
মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথমবার সংযুক্ত রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তব্য পেশ করছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি জানান, সব দেশের হাতে হাত মিলিয়ে সন্ত্রাসবাদ ও ইসলামি উগ্রবাদের মোকাবিলা করা উচিত। তিনি বলেন, আমরা মৌলবাদী ইসলামীয় সন্ত্রাসবাদকে বন্ধ করব। কারণ, আমাদের দেশ তথা বিশ্ব এই সন্ত্রাসবাদের জন্য খণ্ডিত হয়ে যাক, তা কখনই হতে দিতে পারব না।
এই প্রসঙ্গে নাম না করে পাকিস্তানকে ফের একহাত নেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, যে সব দেশ জঙ্গি গোষ্ঠীগুলিকে অর্থ জোগান ও নিরাপদ আশ্রয় দিচ্ছে, তাদের মুখোশ খুলে দেওয়া এবং তাদের দায়ী করার সময় এসেছে। বলেন, যে সব দেশ আল-কায়দা, হেজবোল্লা ও তালিবানের মত জঙ্গিগোষ্ঠীগুলিকে সমর্থন ও আর্থিক সহায়তা দিচ্ছে, তাদের মুখোশ খুলে দেওয়া।
প্রসঙ্গত, গতমাসেই সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কঠোর বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছিলেন, পাকিস্তান প্রায়ই হিংসা, বিশৃঙ্খলা ও সন্ত্রাসের এজেন্টদের নিরাপদ আশ্রয় দিয়ে থাকে। জঙ্গি গোষ্ঠীগুলিকে ক্রমাগত সমর্থন করার জন্যও তিনি পাকিস্তানকে একহাত নিয়েছিলেন। বলেছিলেন, এর ফল ইসলামাবাদকে ভোগ করতে হবে।
এদিন ট্রাম্প জানান, সব দেশের উচিত জঙ্গিদের নিরাপদ আশ্রয়, প্রশিক্ষণ, অর্থ জোগান থেকে শুরু করে যে কোনও ধরনের অপরাধমূলক নীতিকে সমর্থন দেওয়া বন্ধ করা। তিনি যোগ করেন, প্রত্যেক দেশের উচিত জঙ্গিদের তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া। তিনি মনে করিয়ে দেন, আমেরিকা ও তার মিত্র দেশগুলি একসঙ্গে জঙ্গি গোষ্ঠীগুলিকে ধ্বংস করার কাজ করে চলেছে।