তুরস্কের নাইটক্লাব হামলায় নিহত ২ ভারতীয়
নয়াদিল্লি: ইস্তানবুলের জঙ্গি হামলায় প্রাণ হারালেন ২ ভারতীয়ও।
শনিবার রাতে তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তানবুলের নৈশক্লাবে গুলি হামলায় ৩৯ জন মারা যান। আহত হন আরও ৭০। নিহতদের তালিকায় দুজন ভারতীয় রয়েছে বলে জানা গিয়েছে। এদিন এই খবরের সত্যতা স্বীকার করে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, তুরস্ক থেকে আমার কাছে খারাপ খবর এসেছে। বিস্ফোরণে ২ জন ভারতীয় নাগরিক মারা গিয়েছেন। রাজধানী আঙ্কারা থেকে ইস্তানবুলের উদ্দেশে রওনা দিয়েছেন ভারতীয় রাষ্ট্রদূত বলেও জানান সুষমা।
সুষমা জানান, নিহত ২ ভারতীয় নাগরিক হলেন আবিস হাসান রিজভি। অপরজন হলেন গুজরাতের খুশি শাহ। জানা গিয়েছে, আবিস হলেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ তথা মুম্বই নিবাসী প্রখ্যাত বিল্ডার আখতার হাসান রিজভির পুত্র। পারিবারিক সংস্থা রিজভি বিল্ডার্সের সিইও ছিলেন আবিস। পাশাপাশি, ‘রোর: দ্য টাইগার্স অফ সুন্দরবনস্’ নামে একটি হিন্দি ছবিও প্রযোজনা করেছেন আবিস।।
খবরে প্রকাশ, গতকাল রেইনা নৈশক্লাবে মানুষজন যখন নববর্ষ উদযাপন করতে মশগুল ছিলেন, সেই সময়ে সান্তা ক্লজের বেশ নিয়ে এক বন্দুকধারী এলোপাথারি গুলি চালাতে শুরু করলে ৩৯ জন মারা যান। এর মধ্যে ২ ভারতীয় সহ ১৫ বিদেশি ছিলেন।