এক্সপ্লোর
গন্তব্য আইএসএস, রকেটে চেপে মহাকাশে পাড়ি দিলেন এক মার্কিন, দুই রুশ নভশ্চর
বৈকানুর (কাজাখস্তান): আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দিলেন তিন মহাকাশচারী।
এদিন ভারতীয় সময় দুপুর দেড়টা নাগাদ কাজাখস্তানের বৈকানুর থেকে রুশ ‘সয়ুজ এমসি-০২’ মহাকাশযানে রওনা দেন তিন নভশ্চর—নাসার শেন কিমব্রো এবং রাশিয়ার আন্দ্রেই বরিশেঙ্কো ও সার্গেই রিজিকভ।
দুদিনের সফর শেষে তাঁরা শুক্রবার পৌঁছবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে (আইএসএস)। সেখানে বর্তমানে রয়েছেন রাশিয়ার আনাতলি ইভানিশিন এবং নাসার কেট রুবিন্স ও জাপানের তাকুয়া ওনিশি।
এই তিনজন সেখানে পৌঁছে দায়িত্ব তুলে নিলে আগের তিনজন আগামী ৩০ তারিখ ফিরে আসবেন। জানা গিয়েছে, নতুন দল সেখানে আগামী চারমাস থাকবে।
রুশ রক্ষণশীল চার্চ জানিয়েছে, মহাকাশচারীদের শুভকামনা হিসেবে অষ্টদশ শতাব্দীর সারোভের সন্ত সেরাফিমের ব্যবহৃত জিনিস তাদের তরফে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, মহাকাশচারীরা ওই সামগ্রী মহাকাশে নিয়ে গিয়েছেন।
গতকালই আইএসএস-এর ‘এক্সপিডিশন ৪৯/৫০’ নিয়ে উৎসাহ প্রকাশ করেছিলেন নতুন দলের মিশন কম্যান্ডার শেন কিমব্রো। প্রসঙ্গত, যান্ত্রিক কারণে, শেনদের অভিযান প্রায় একমাস বিলম্বিত হয়েছে।
ছবি সৌজন্য নাসা
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement