এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
১০০ দৃশ্য ছেঁটে পাকিস্তানে ছাড়পত্র ‘উড়তা পঞ্জাব’-কে
লাহোর: ভারতে সেন্সর বোর্ডের সঙ্গে সংঘাত মিটিয়ে শেষ পর্যন্ত মুক্তির আলো দেখেছে। এবার প্রতিবেশী দেশ পাকিস্তানে ১০০টি দৃশ্য ছেঁটে উড়তা পঞ্জাব-কে ছাড়পত্র দিতে রাজি হল সে দেশের সেন্সর বোর্ড! সেই দৃশ্যগুলি নাকি ‘পাকিস্তান-বিরোধী’ এবং ‘আপত্তিকর’।
পাক বোর্ডের প্রধান মুবাসির হাসান বলেছেন, সেন্সর বোর্ডের দশজন সদস্যই আপত্তিকর অংশগুলি বাদ দিয়ে ‘উড়তা পঞ্জাব’-কে সবুজ সংকেত দিতে একমত হয়েছেন। পঞ্জাবের মাদক সমস্যার ভয়াবহ পরিস্থিতির ভিত্তিতে তৈরি ছবিটির প্রায় প্রতিটি ডায়লগেই আপত্তিকর শব্দ থাকার জন্য এত বেশি কাটছাঁট করতে বলা হয়েছে, জানিয়েছেন মুবাসির। বলেছেন, আমরা সব কুরুচিকর, আপত্তিকর শব্দ বা ডায়লগ ও পাকিস্তান-বিরোধী বিষয়বস্তু ছেঁটে দিয়েছি। ১০০-টির বেশি দৃশ্য বাদ দিতে বা শব্দ একেবারে কমিয়ে দিতে বা বিপ শব্দ ব্যবহার করে ঢেকে দিতে বলা হয়েছে ছবির পরিবেশককে। বোর্ডের প্রস্তাব মতো এগুলি হয়ে গেলে চূড়ান্ত ছাড়পত্র পেতে ছবিটিকে বোর্ডের সামনে আবার দেখাতে হবে।
উল্লেখ্য, ভারতে সেন্সর বোর্ড ছবিটি থেকে ৮৯টি দৃশ্য বাদ দিতে বলেছিল। শেষ পর্যন্ত অবশ্য আদালতের হস্তক্ষেপে একটি দৃশ্য ছেঁটেই ছবিটি রেহাই পায়।
আপত্তিকর বিষয়বস্তু থাকার অভিযোগে পাকিস্তান বোর্ডের ৫ সদস্যের প্যানেল অবশ্য আগে সে দেশে ছবিটি দেখানোর ছাড়পত্র দিতেই চায়নি। পরে অবশ্য তাঁরা শর্তসাপেক্ষে সম্মতি দিতে রাজি হন বলে জানান মুবাসির। তাঁর দাবি, পাক বোর্ড কখনও কোনও ছবিতে ইসলাম ও পাকিস্তান-বিরোধী ও সমাজের পক্ষে ক্ষতিকারক বিষয়বস্তুর ক্ষেত্রে আপস করে না। সঙ্গে সঙ্গে তা নিষিদ্ধ করে। তিনি বলেন, তবে উড়তা পঞ্জাব সেই স্তরে পড়ে না। আমরা ডিস্ট্রবিউটরকে সেইসব দৃশ্য বাদ দিতে বলেছি যেগুলিতে পাকিস্তান সম্পর্কে সামান্যতমও ইঙ্গিত আছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement