এক্সপ্লোর
Advertisement
‘শয়তান’কে খুশি করতে হবে; আমেরিকায় ১৪ বছরের মেয়েকে অপহরণ করে গণধর্ষণ
হিউস্টন: এক টিনএজারকে অপহরণ করে গণধর্ষণ। অন্যজনকে হত্যা। এই অভিযোগে আন্তর্জাতিক ক্রিমিন্যাল গ্যাং এম এস ১৩-এর দুই সদস্যকে গ্রেফতার করল মার্কিন পুলিশ। অভিযোগ, এল সালভাদোর থেকে আসা এই ২জন তাদের অ্যাপার্টমেন্টে 'শয়তানের' মন্দির অপবিত্র করার অভিযোগে ওই মেয়েদুটিকে অপহরণ করে।
অভিযুক্তদের নাম মিগুয়েল আলবারেজ ফ্লোরেস, বয়স ২২ ও দিয়েগো হার্নান্ডেজ রিভেরা, বয়স ১৮। জানা গিয়েছে, এই ২জনের কাছে আমেরিকায় প্রবেশের যথাযথ কাগজপত্র নেই।
জানা গিয়েছে, অপহৃত ২ কিশোরীর একজনকে গত মাসের শুরুতে স্কুল থেকে ফেরার সময় অপহরণ করে অভিযুক্তরা। তাকে নিয়ে যায় তাদের হিউস্টনের অ্যাপার্টমেন্টে। সেখানে আরও কয়েকজন বসবাস করত। জোর করে তাকে ২ সপ্তাহ আটকে রাখা হয় সেখানে, মাদক সেবন করিয়ে চলত যৌন নিগ্রহ। তার গায়ে জোর করে 'শয়তানের' একটি ট্যাটু এঁকে দেয় তারা।
মেয়েটি পুলিশকে জানিয়েছে, আরও একটি মেয়ে বন্দি ছিল ওই অ্যাপার্টমেন্টে। নিগ্রহ সহ্য করতে না পেরে অ্যাপার্টমেন্টের মধ্যে থাকা 'শয়তানের' উপাসনাগৃহ নাকি ভেঙে দেয় সে। এতে ওই গ্যাং মেম্বারদের একজন সিগারেট অফার করে শয়তানকে তখনকার মত সন্তুষ্ট করে। কিন্তু তারপর সে বাকি মেম্বারদের বলে, রাক্ষসটা এতে খুশি নয়। ও মানুষ চায়।
১৬ ফেব্রুয়ারি গ্যাং মেম্বাররা দ্বিতীয় মেয়েটিকে নিয়ে যায় দক্ষিণ পশ্চিম হিউস্টনের এক শহরতলিতে। সেখানে প্রত্যেকে তার বুকে ও মাথায় গুলি করে। সপ্তাহদুয়েক আগে রাস্তার ধার থেকে উদ্ধার হয় তার দেহ।
মৃত মেয়েটির পরিচয় জানা যায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement