Biden On Pakistan: পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ, মন্তব্য বাইডেনের
Joe Biden: জো বাইডেন বলেন, পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ।
কলকাতা: পাকিস্তান (Pakistan) নিয়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) প্রেসিডেন্টের (President) মুখে নিন্দার সুর। শুক্রবার কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটির রিসেপশনে ডেমোক্রেটিক প্রেসিডেন্টের ভাষণে জো বাইডেন (Joe Biden) বলেন, পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ।
হোয়াইট হাউসের (White House) তরফে মার্কিন রাষ্ট্রপতির বিবৃতি উদ্ধৃতি করে জানিয়েছে, নিউক্লিয়ার অস্ত্রর প্রেক্ষিতে বলতেই এই মন্তব্য করেন বাইডেন। তিনি বলেন, "আমার মনে হয় পাকিস্তান বিশ্বের বিপজ্জনক দেশগুলির মধ্যে একটি। কারণ তারা কোনও রকম বার্তালাপ না করেই নিউক্লিয়ার অস্ত্র রেখেছে।"
"What I think is maybe one of the most dangerous nations in the world, Pakistan. Nuclear weapons without any cohesion", said US President Joe Biden at Democratic Congressional Campaign Committee Reception pic.twitter.com/cshFV5GVHY
— ANI (@ANI) October 15, 2022
বর্তমানে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব চলছে। এটি কীভাবে বিশ্বকে প্রভাবিত করেছে সে সম্পর্কে কথা বলার সময় মার্কিন রাষ্ট্রপতি এই মন্তব্য করেন। তিনি অন্যান্য দেশের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের কথাও বলেছেন। তিনি এও উল্লেখ করেন, প্রাসঙ্গিক যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান F-16 নৌবহরে প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের প্রায় তিন সপ্তাহ পর বাইডেনের এই মন্তব্য এসেছে। ২৬ সেপ্টেম্বর, মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন সেই সময় ওয়াশিংটনের দায়িত্ব এবং বাধ্যবাধকতা ছিল। তাঁরা জানিয়েছিলেন, যাঁদের সঙ্গে সামরিক দায়িত্বের যোগসাজশ রয়েছে, তাঁদের সামরিক সরবরাহ প্রদানে সহায়তা করা কাজ।
উল্লেখ্য, এ বিষয়ে প্রশ্ন করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। সেই প্রসঙ্গে জয়শংকর বলেন, "খুব সত্যি কথা বলতে আমাদের সঙ্গে যে সম্পর্ক তা পাকিস্তানের পক্ষেও না আবার আমেরিকার পক্ষেও নয়। এবার মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে এটা স্পষ্ট যে মার্কিন-পাক চুক্তি কী ভেবে হয়েছিল আর তারা আদতে কী পাচ্ছে ।"
উল্লেখ্য, এ বিষয়ে প্রশ্ন করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। সেই প্রসঙ্গে জয়শংকর বলেন, "খুব সত্যি কথা বলতে আমাদের সঙ্গে যে সম্পর্ক তা পাকিস্তানের পক্ষেও না আবার আমেরিকার পক্ষেও নয়। এবার মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে এটা স্পষ্ট যে মার্কিন-পাক চুক্তি কী ভেবে হয়েছিল আর তারা আদতে কী পাচ্ছে ।"