Afghan Protest Delhi: 'আমাদের কোনও দেশ নেই', শরণার্থীর মর্যাদা চেয়ে দিল্লিতে প্রতিবাদ আফগানদের
এখনও তাঁরা নাগরিকত্ব যেমন পাননি, তেমন শরণার্থীর মর্যাদাও পাননি বলে দাবি করেছেন।
নয়া দিল্লি: কাবুল থেকে ভারতে এসেছে একাধিক আফগান নাগরিক। তালিবান শাসনের আগেও ভারতে এসেছেন বহু। কিন্তু এখনও তাঁরা নাগরিকত্ব যেমন পাননি, তেমন শরণার্থীর মর্যাদাও পাননি বলে দাবি করেছেন। এবার সেই মর্যাদার দাবিতে দিল্লির বসন্ত বিহারে 'ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস' (UNHCR) দফতরের সামনে আফগান নাগরিকরা।
অধিকাংশই বলেছেন, আফগানিস্তানে আর ফিরতে পারবেন না। তাঁরা এখন চান শরণার্থীর মর্যাদা। এই দাবিতেই সোমবার দিল্লিতে রাষ্ট্রসংঘের দফতরের সামনে জড়ো হলেন কয়েকশো আফগান নাগরিক। এদের মধ্যে ছিলেন বহু মহিলা ও শিশুও। সকলের একই দাবি যে, আফগানিস্তানে ফিরতে পারবেন না তাঁরা। সাংঘাতিক বিশৃঙ্খল ও অস্থির পরিস্থিতি হয়ে রয়েছে সেখানে। বাধ্য হয়েই তাই তাঁরা পালিয়ে এসেছে। নিরাপদে থাকার জন্য আশ্রয় ও শরণার্থী চাইছেন তাঁরা।
কয়েক বছর ধরে হাজার হাজার আফগান শরণার্থী হিসেবে দিল্লিতে রয়েছেন। এদের মধ্যে অনেকের দাবি দীর্ঘ বছর দিল্লিতে থাকার পরেও বহু আফগানিকে এখনও অবধি শরণার্থী কার্ড দেয়নি রাষ্ট্রপুঞ্জ। তাই তাঁরা কর্ম সংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা, এমন অভিযোগও তুলেছেন।
যদিও 'ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস' এর তরফে বলা হয়, "আফগান শরণার্থী এবং আশ্রয়প্রার্থীদের প্রতি আমাদের সমর্থন রয়েছে। সাহায্যের জন্য নথিপত্রের মাধ্যমে রেজিস্টার করার কাজও চালু হবে। অগ্রাধিকারের ভিত্তিতে এই কাজ হবে।"
ভারত আমেরিকা, কাতার, তাজিকিস্তান সহ বন্ধু দেশগুলির সঙ্গে সমন্বয় বজায় রেখে আফগানিস্তানে আটকে থাকা নাগরিকদের ফেরানোর অভিযান চালাচ্ছে। কাতারে ভারতীয় মিশনের পক্ষ থেকে রবিবার রাত আটটায় একটি ট্যুইটের মাধ্যমে জানানো হয় যে, আফগানিস্তান থেকে ভারতীয়দের ফেরানো হচ্ছে। আফগানিস্তান থেকে দোহাতে নিয়ে আসা ১৪৬ জন ভারতীয় নাগরিকের দ্বিতীয় দলকে ভারতে ফেরানো হচ্ছে। উল্লেখ্য, এর আগে ভারত আফগানিস্তানের কাবুল থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টার অঙ্গ হিসেবে তিনটি উড়ানে দুই আফগান সাংসদ সহ ৩৯২ জনকে রবিবার দেশে ফিরিয়ে আনা হয়েছিল।