এক্সপ্লোর
পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ ঘোষণার আবেদন আমেরিকায়, সমর্থন লক্ষাধিক মানুষের
নিউইয়র্ক: পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ ঘোষণা করার দাবি আরও জোরাল আকার ধারণ করল আমেরিকায়। সম্প্রতি, এই মর্মে হোয়াইট হাউসের একটি অনলাইন আবেদনে ব্যাপক সাড়া মিলেছে। ইতিমধ্যেই ওই দাবির স্বপক্ষে সহমত পোষণ করেছেন এক লক্ষের বেশি মানুষ। ফলে, যা ওবামা প্রশাসনের তরফে উত্তর পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বলে জানা গিয়েছে।
উরিকাণ্ডের পর গত ২১ সেপ্টেম্বর পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ ঘোষণা করার দাবি নিয়ে ভারতীয়-মার্কিন নাগরিকরা একটি অনলাইন আবেদন শুরু করে। হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে জানানো হয়েছে, ওই আবেদনে সাড়া দিয়েছেন লক্ষাধিক মানুষ। অর্থাৎ, এবার ওবামা প্রশাসনকে এই ইস্যুতে আগামী ৬০ দিনের মধ্যে জবাব দিতে বাধ্য।
হোয়াইট হাউস সূত্রে খবর, মার্কিন হাউস অফ রিপ্রেসেন্টেটিভের সদস্য টেড পো, যিনি হাউসের সন্ত্রাস-বিষয়ক সাব-কমিটির চেয়ারম্যান ওই আবেদন দাখিল করেন। তাঁকে সঙ্গ দেন আরেক সাংসদ দানা রোহরাবাচার।
আবেদনে বলা হয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং সেই সব দেশের কাছে গুরুত্বপূর্ণ যারা ক্রমাগত পাক-মদতপুষ্ট সন্ত্রাসের শিকার হয়ে আসছে। যে কোনও ইস্যু নিয়ে মার্কিন নাগরিকদের মতামত চাইবার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামা ‘উই দ্য পিপল’ নামে এই আবেদন জানানোর মাধ্যম চালু করেছিলেন।
যদিও হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, এখন তারা পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসদমন কর্মকাণ্ডের উন্নয়ন নিয়ে ভাবনাচিন্তা করছে। হোয়াইট হাউসের উপ-মুখ্য মুখপাত্র মার্ক টোনার জানান, কোনও দেশকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ ঘোষণা করাটা একটি দীর্ঘ প্রক্রিয়া এবং তা বহু নির্দিষ্ট আইনি পদক্ষেপ গ্রহণের সামিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement