এক্সপ্লোর
Advertisement
এ কী পাগলামি! পোকেমন ধরতে গিয়ে গোরস্থানে গাছে আটক মহিলা
নিউইয়র্ক: জনপ্রিয় অনলাইন গেম পোকেমন গো খেলতে গিয়ে এ কী বিপত্তি! আমেরিকায় অবস্থান-ভিত্তিক এই গেম খেলতে গিয়ে সটান গোরস্থানে চলে গিয়ে গাছে চড়ে আটকে পড়লেন এক মহিলা। শেষপর্যন্ত দলকল বাহিনী গিয়ে উদ্ধার করল তাঁকে।
নিউ জার্সির ওই মহিলা ক্লার্কসবোরোর একটি গোরস্থানে পোকেমন ধরতে গিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত গাছে আটকে পড়ে আপত্কালীন নম্বরে ফোন করতে বাধ্য হলেন।
স্থানীয় প্রশাসন সূত্রের খবর, গত মঙ্গলবার রাতে নিজের স্মার্টফোনে এগলিংটন গোরস্থানে পোকেমন গো খেলতে গিয়েছিলেন। খেলতে খেলতেই গাছে চড়ে পড়েন তিনি। সেখানে আটকে পড়ে আপত্কালীন নম্বরে ফোন করেন তিনি। ঘটনাস্থলে ছুটে আসে ইস্ট গ্রিনউইচ টাউনশিপের দমকল ও উদ্ধারকারী দল। মইয়ের সাহায্যে নামান হয় তাঁকে।
টাউনশিপের দমকল বিভাগের প্রধান বলেছেন, পোকেমন গো গেমস যাঁরা খেলেন, তাঁদের নিজেদের গতিবিধি সম্পর্কে খেয়াল রাখার আর্জি জানাচ্ছেন তাঁরা। কোথায় যাচ্ছেন, কী করছেন, সে সম্পর্কে খেয়াল রাখতে হবে।দেখতে হবে, তাঁরা যা করছেন, তাতে যেন কেউ আহত না হন।
গাছে আটকে পড়া ওই মহিলা কিন্তু উদ্ধারের পরও উদাসীন। কিছুটা দায়সারাভাবেই স্বীকার করেছেন যে, পোকেমন গো খেলতে গিয়েই বিপাকে পড়েছিলেন তিনি।
এই অনলাইন গেম খেলতে গিয়ে অনেকেই বিপদের মুখে পড়েছেন। পোকেমন গো খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে মধ্য আমেরিকার গুয়াতেমালার এক কিশোর।
পুলিশ জানিয়েছে, পোকেমন গো নামে এই অনলাইন গেম-এ এমন বৈশিষ্ট্য রয়েছে, যার ফলে একজন খেলোয়াড় অন্য আর এক জনকে নিজের পছন্দমতো জায়গায় নিয়ে গিয়েও খেলাতে পারেন। এর ফলে বিপদের সম্ভাবনা থাকছে।
জনপ্রিয় এই অনলাইন গেম খেলতে গিয়ে বিশ্বজুড়ে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবারই ইংল্যান্ডে ২০ জন কিশোরের একটি দল পোকেমন খেলতে গিয়ে নৌকা থেকে নিউ ব্রাইটন হ্রদের মধ্যে পড়ে গিয়েছিল। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এরও কয়েক দিন আগে ফ্লোরিডায় দুষ্কৃতী মনে করে দুই পোকেমন গো খেলোয়াড়কে লক্ষ্য করে গুলি চালান এক ব্যক্তি। ওই দু’জন পোকেমন ধরার জন্য তাঁর বাড়ির আশেপাশেই ঘুরছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement