এক্সপ্লোর
Advertisement
৩ জুন পালিত হচ্ছে বিশ্ব বাইসাইকেল দিবস
পরিবেশ দূষণ রোধে বাইসাইকেলের গুরুত্বের কথা বিশেষভাবে উল্লেখ করে থাকেন বিজ্ঞানী ও পরিবেশকর্মীরাও।
কলকাতা: বুধবার, ৩ জুন পালিত হচ্ছে বিশ্ব সাইকেল দিবস।
ক্যালেন্ডারের পাতায় এরকমও একটা দিন থাকতে পারে সেটা ভাবতে পারেননি নিশ্চয়ই! ওয়ার্ল্ড বাইসাইকেল ডে বা বিশ্ব বাইসাইকেল দিবস ২০১৮ সালের আগে কখনওই পালিত হয়নি। ২০১৮ সালে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় সিদ্ধান্ত হয় যে, ৩ জুন থেকে বিশ্ব বাইসাইকেল দিবস পালিত হবে। দু’চাকার এই পরিবেশ বান্ধব যানের বিবিধ উপকারিতার কথা ভেবেই বিশ্ব বাইসাইকেল দিবস পালিত হয়।
সারা বিশ্বেই প্রচুর মানুষ সাইকেল চালান। কিন্তু অধিকাংশই সাইকেলের জন্য এই বিশেষ দিনের কথা জানেন না। কলকাতাতেও বিশ্ব সাইকেল দিবস পালন করা হয়। যদিও ভারতে সাইকেলকে বরাবরই নিম্নশ্রেণির যান হিসেবেই দেখা হয়। কিন্তু চিনের মতো দূষণে জেরবার দেশগুলিতে সরকারি উদ্যোগেই বাইসাইকেলের প্রচার করা হয়। বেলজিয়াম, সুইজারল্যান্ড, জাপান, নরওয়ে, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ও মার্কিন মুলুকে সাইকেল অত্যন্ত জনপ্রিয়। এমনকী অনেক দেশের রাষ্ট্রপ্রধানরাও সাইকেল চালান।
পরিবেশ দূষণ রোধে বাইসাইকেলের গুরুত্বের কথা বিশেষভাবে উল্লেখ করে থাকেন বিজ্ঞানী ও পরিবেশকর্মীরাও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement