Bharat Biotech Covid Vaccine: বিদেশ সফরে জট কাটার সম্ভাবনা, চলতি সপ্তাহেই কোভ্যাক্সিনকে স্বীকৃতি দেবে WHO?
চাকরি হোক বা পড়াশোনা। কোভ্যাক্সিন নিয়ে বিদেশ পাড়ি দিতে গিয়ে সমস্যায় পড়ছেন অনেকেই। নিতে হচ্ছে অন্য ভ্যাকসিন।
নয়াদিল্লি: কোভ্যাক্সিন নিয়ে বিদেশ সফরে জট কাটার সম্ভাবনা রয়েছে। এএনআই সূত্রে খবর , চলতি সপ্তাহেই ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিনকে স্বীকৃতি দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ।
চাকরি হোক বা পড়াশোনা। কোভ্যাক্সিন নিয়ে বিদেশ পাড়ি দিতে গিয়ে সমস্যায় পড়ছেন অনেকেই। নিতে হচ্ছে অন্য ভ্যাকসিন। এবার এই জটিলতা কাটার সম্ভাবনা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা ANI জানিয়েছে, শীঘ্রই কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। চলতি সপ্তাহেই মিলতে পারে ছাড়পত্র।
World Health Organisation (WHO) nod for Bharat Biotech's #COVID19 vaccine, Covaxin is expected this week: Sources pic.twitter.com/IYE9qkfHtb
— ANI (@ANI) September 13, 2021
ANI সূত্রে আরও খবর, কোভ্যাক্সিনের থার্ড ফেজের ক্লিনিক্যাল ট্রায়ালের নথি জমা দিয়েছে ভারত বায়োটেক। এই নথি পেশ করা হয়েছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে। তাতে ভ্যাকসিনের কার্যকারিতা ৭৭.৮ শতাংশ বলে দাবি করেছে ভারত বায়োটেক।
NTAGI কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান এনকে অরোরা জানিয়েছেন, কয়েক দিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন,করোনার প্রতিরোধক হিসেবে কোভ্যাক্সিনের কার্যকারিতা যথেষ্ট বেশি। এরপরই আলোচনা শুরু হয়ে যায়, তাহলে কি অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র মিলছে কোভ্যাক্সিনের?
চলতি মাসেই আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৪ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা তাঁর। তার আগেই কোভ্যাক্সিনকে ছাড় দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর অনুমোদন পেলে ভারতীয়দের বিদেশ যাত্রার ক্ষেত্রে সমস্যা মিটবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
এ দিকে, কোউইনের তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ৭৫ কোটি মানুষের ভ্যাকসিনেশন হয়েছে। যারমধ্যে একটি ডোজ পেয়েছেন ৫৭ কোটি ও দুটি ডোজ পেয়েছেন ১৮ কোটি মানুষ।