Russian Missile Attack: মোদি-পুতিনের সাক্ষাতের দিনই ইউক্রেনে রক্তগঙ্গা ! ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে কী বললেন জেলেনস্কি?
সোমবার ইউক্রেনে জনবহুল স্থানে পরপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া। আর তার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় এতগুলো প্রাণ।
কিভ : কিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ পাওয়া খবর অনুসারে সোমবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৪০ জনেরও বেশি মারা গিয়েছেন বলে বেসরকারি সূত্রে খবর। ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সে-দেশের একটি শিশু হাসপাতাল । এই ঘটনার তীব্র নিন্দা করে, এর কঠোর জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Ukrainian President Volodymyr Zelensky)। ওইদিনই আবার রাশিয়ায় সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian Prime Minister Narendra Modi) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin)।
সোমবার ইউক্রেনে জনবহুল স্থানে পরপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া। আর তার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় এতগুলো প্রাণ। জেলেনস্কি ঘটনার তীব্র নিন্দা করে বলেন,'রাশিয়া আমাদের দেশের মানুষ , আমাদের মাটি, আমাদের শিশুদের ওপর যেভাবে আবার আঘাত হানল, তার আরও দৃঢ় জবাব চাই। আমরা নিশ্চিতভাবে প্রতিশোধ নেব, রাশিয়াকে কঠোর জবাব দেওয়া হবে। '
আর ঘটনাচক্রে এদিনই রাশিয়া ও ভারতের রাষ্ট্রপ্রধান একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুদ করার প্রতিশ্রুতি দেন। সেই সঙ্গে যুদ্ধ থামানোর বিষয়ে কূটনৈতিক আলোচনার উপর জোর দেন প্রধানমন্ত্রী মোদি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর মোদির সঙ্গে এটাই প্রথম পুতিনের সাক্ষাৎ। আর ঠিক এদিনই এদিনই এমন একটা হামলা চালাল রাশিয়া।
The rescue operation after yesterday's Russian missile attack continues.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) July 9, 2024
As of now, 38 people have been reported dead, including four children. My condolences to all the families and friends affected by this tragedy.
190 people were injured and are receiving assistance. There… pic.twitter.com/T7kfLkggKx
এদিন জেলেনস্কি পুতিন - মোদি সাক্ষাৎকে "বিশাল হতাশা এবং শান্তি প্রচেষ্টার ক্ষেত্রে একটি ধ্বংসাত্মক আঘাত"বলে কটাক্ষ করেন। এদিন নরেন্দ্র মোদি যখন নভো-ওগারিওভোতে প্রেসিডেন্টের বাসভবনে পুতিনের সাথে দেখা করেন , তখন তার থেকে ৯০০ কিলোমিটার দূরে রাশিয়া ক্ষেপণাস্ত্র বর্ষণ করে ইউক্রেনের উপর। সকালের ব্যস্ত সময়ে এমন হামলায় রক্তগঙ্গা বলে যায়। জেলেনস্কি বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা এমন এক দিনে মস্কোয় বিশ্বের সবচেয়ে রক্তাক্ত অপরাধীকে আলিঙ্গন করলেন। এটি বিরাট হতাশার বিষয় । শান্তি প্রচেষ্টার ক্ষেত্রে একটি বিধ্বংসী আঘাত।
সোমবার রাশিয়া ইউক্রেনের রাজধানী কিভ, ডিনিপ্রো, ক্রিভি রিহ, স্লোভিয়ানস্ক এবং ক্রামতোর্স্ক সহ বিভিন্ন শহরে আঘাত হানে। প্রতিটিই প্রায় জনবহুল এলাকায়। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার তরফে জানানো হয়েছে কিভে বহু শিশু মারা গিয়েছে। আহতও বহু।
আরও পড়ুন :