এক্সপ্লোর
আজ ভারতের বাজারে এল শাওমির রেডমি নোট ৯ সিরিজ
এই ফোনের দাম শুরু হচ্ছে ৯,৯৯৯ টাকা থেকে।

নয়াদিল্লি: আজ এ দেশে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত শাওমি-র রেডমি নোট ৯ সিরিজ। শোনা যাচ্ছে, সবার আগে মুক্তি পাবে রেডমি নোট ৯ ও রেডমি নোট ৯ প্রো। রেডমি নোট ৯ সিরিজে কোয়াড রিয়ার ক্যামেরা রয়েছে। নোট ৮ সিরিজের জনপ্রিয়তার পর এই নয়া সিরিজ বাজারে আনছে শাওমি। রেডমি নোট ৯ ফোনে ৪ জিবি আর ৬ জিবি র্যাম রয়েছে। আছে ৬৪ জিবি আর ১২৮ জিবি স্টোরেজ স্পেস। ৬.৬৭ ইঞ্চির এফএইচডি+এলসিডি ডিসপ্লে। এছাড়া থাকছে গোরিলা গ্লাস ৫-এর প্রটেকশন। এই ফোন পাওয়া যাচ্ছে অরোরা ব্লু, গ্লেসিয়ার হোয়াইট আর ইন্টারস্টেলার ব্ল্যাক রঙে। থাকছে ৪৯২০ এমএএইচ ব্যাটারি, রেডমি নোট সিরিজে এটাই এখনও পর্যন্ত সব থেকে শক্তিশালী ব্যাটারি। এই ফোনের দাম শুরু হচ্ছে ৯,৯৯৯ টাকা থেকে। গোটা অনুষ্ঠানটি রেডমি ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















